
ছবিঃ সংগৃহীত
শ্রীপুর চৌরাস্তায় অসহনীয় যানজট নিরসনে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের দিকনির্দেশনায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের ২০ যুবক।
জানা যায়, ২০০২ সালে প্রতিষ্ঠিত সূর্যোদয় স্পোর্টিং ক্লাবটি শুরুতে ক্রীড়ামূলক কার্যক্রম চালালেও ধীরে ধীরে সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখতে শুরু করে। সম্প্রতি সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সাইদ শ্রীপুর সদরে দীর্ঘদিন ধরে চলা যানজট সমস্যার সমাধানে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক তাদের পাশে দাঁড়ান।
স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “যুবকদের এমন স্বেচ্ছাশ্রম এবং পুলিশের সহযোগিতা সমাজে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। এটি যদি নিয়মিতভাবে চালু রাখা যায়, তাহলে শ্রীপুর সদরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে যাবে।”
সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের নেতারা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং যেকোনো জনসেবামূলক কাজে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত।
ওসি মোহাম্মদ আব্দুল বারিক ক্লাবটির উদ্যোগকে স্বাগত জানিয়ে যানজট নিরসন কার্যক্রমে সহায়তা করতে একজন অফিসারের নেতৃত্বে দুজন পুলিশ সদস্য নিযুক্ত করেন। পুলিশ ও ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা।
ইমরান