ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের যে গ্রামে ভাড়ায় মিলে গরু-ছাগল, হাঁস-মুরগিও

প্রকাশিত: ০১:৪৪, ২৭ জুলাই ২০২৫

বাংলাদেশের যে গ্রামে ভাড়ায় মিলে গরু-ছাগল, হাঁস-মুরগিও

গাজীপুর জেলার পুবাইলের ছোট্ট একটি গ্রাম ‘ভাদুন’। প্রশাসনিকভাবে এটির নাম ভাদুন হলেও, সারা দেশে এটি ‘শুটিং গ্রাম’ নামে অধিক পরিচিত। দেশের অধিকাংশ নাটক, সিনেমা, ধারাবাহিক নাটক ও টেলিফিল্মের দৃশ্যধারণ হয় এখানেই। সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের জীবনযাত্রা, আর্থ-সামাজিক অবস্থা এবং পেশাগত পরিচয়েও এসেছে পরিবর্তন।

এই গ্রামে গিয়ে দেখা গেছে অভিনয় শিল্পীদের পাশাপাশি অভিনয়ে অংশ নিচ্ছেন গ্রামের সাধারণ মানুষও। শুধু মানুষ নয়, গ্রামের গৃহপালিত পশু গরু, ছাগল, হাঁস-মুরগিও ভাড়া দেওয়া হচ্ছে শুটিংয়ের জন্য। স্থানীয় বাসিন্দারা এটিকে তাদের বিকল্প আয়ের উৎস হিসেবে গ্রহণ করেছেন।

স্থানীয় নারী মরিয়ম বলেন, “ছুটির দিনে বা শুটিং চলাকালীন সময় ছোট ছোট চরিত্রে কাজ করার ডাক পাই। গরু বা ছাগল শুটিংয়ে গেলে একেকটির জন্য ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক মেলে। এসব সম্মানী দিয়ে সংসার চালাই।”

পরিচালক আমজাদ হোসেনের জনপ্রিয় ধারাবাহিক ‘আগুন লাগা সন্ধ্যা’-এর মাধ্যমে গ্রামটি প্রথম আলোচনায় আসে। এরপর সালাউদ্দিন লাবলুর ‘সাকিন সারিসুরি’ সহ বহু সুপারহিট নাটকের দৃশ্য ধারণ হয়েছে এখানেই। অভিনেতা মোশারফ করিম বলেন, “এই গ্রামের অনেকেই আমাদের সঙ্গে কাজ করতে করতে এখন পরিপূর্ণ অভিনয়শিল্পীতে পরিণত হয়েছেন। এটা সংস্কৃতিমনা সমাজ গঠনেরই দৃষ্টান্ত।”

স্থানীয় বাসিন্দা বাদশা নিজ নামেই প্রতিষ্ঠা করেছেন “বাদশার শুটিং হাউস”। তার হাউসে নিয়মিত নাটক-সিনেমার শুটিং হয়। তিনি বলেন, “কেউ যদি ছোট চরিত্রের জন্য অভিনেতা-অভিনেত্রী, এমনকি পশু-পাখি ভাড়া চায়, আমরা দিই। তবে অনেক সময় আমরা বিনা পারিশ্রমিকেও সহযোগিতা করি। শিল্পের জন্য এটুকু করাই যায়।”

তবে এই গ্রাম শুধু অভিনয় শিল্পেরই অংশ নয়, বরং এটি হয়ে উঠেছে একটি বাণিজ্যিক কেন্দ্র। ইউটিউবে মজার ও অতিরঞ্জিত কিছু কনটেন্ট ভাইরাল হলেও, বাস্তবতা হলো এখানে কোনো ‘ভাড়ার বউ’ নেই। বরং নাট্যচিত্রের প্রয়োজনেই একজন নারী কখনো বউ, কখনো মেয়ে, কখনো মা চরিত্রে অভিনয় করছেন। এক গ্রামবাসী বলেন, “ঢাকা থেকে ছোট ছোট চরিত্রের শিল্পী আনা ব্যয়বহুল, তাই আমাদের বলা হয় ‘ভাই, একটা সিন করে দাও। ২০০-৫০০ টাকা দেবো।’ আমরাও আনন্দের সাথেই করি।”

শুটিং স্পট কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড এ গ্রামকে রূপ দিয়েছে এক প্রকার শিল্পনগরীতে। গ্রামীণ জীবনের দৈনন্দিন অভাব-অনটন পেরিয়ে এখন অনেকেই নিয়মিত আয় করছেন নাটক-সিনেমায় অভিনয় করে। তাদের গৃহপালিত পশু ও গৃহস্থালীও হয়েছে আয়ের অন্যতম উৎস।

Jahan

×