ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বিমানবন্দরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে যাত্রীসঙ্গী নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

প্রকাশিত: ০৫:২৫, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ০৫:৩২, ২৭ জুলাই ২০২৫

বিমানবন্দরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে যাত্রীসঙ্গী নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সঙ্গে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের নতুন নির্দেশনা ঘোষণা করেছে। বিমানবন্দরের যাত্রী সুরক্ষা ও সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ দুইজন ব্যক্তিকে প্রতিটি যাত্রীর সঙ্গে থাকার অনুমতি দেয়া হবে।

শনিবার, ২৬ জুলাই থেকে প্রযোজ্য এই সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের পৌঁছানোর এবং যাওয়ার সময় ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি এলাকায় একসঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তিই উপস্থিত থাকতে পারবেন।

Hazrat Shahjalal International Airport (HSIA) | www.hsia.gov.bd

ছবি: সংগৃহীত

 

বিমানবন্দর কর্তৃপক্ষ গত শুক্রবার একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নিয়ম চালু করার উদ্দেশ্য হচ্ছে যাত্রী চলাচলকে সহজতর করা, যানজট কমানো এবং নিরাপত্তা জোরদার করা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, "বিমানবন্দরে আগত সকলের প্রতি অনুরোধ, তারা যেন সংযত ও শৃঙ্খলাপূর্ণ আচরণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করেন।"

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ও তাদের সঙ্গীদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য এই নতুন নির্দেশনা মানার জন্য অনুরোধ জানিয়েছে।

Jahan

×