
পুনর্জাগরণে সমাজ গঠনের লক্ষ্যে শপথ গ্রহণ
দেশের বিভিন্ন স্থানে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠিত হয়েছে। জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর-
বরিশাল ॥ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূিচর অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার সকাল দশটায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় শপথ গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়েজিদ শরীফ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য শামীম খলিফা, জুলাইযোদ্ধা রিয়াদ হোসেনসহ অন্যরা।
চাঁদপুর ॥ সারাদেশের মতো চাঁদপুর জেলাও ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠানে যুক্ত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাখো কণ্ঠের এই শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এর আগে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
এর আগে সকাল ১০টায় ভার্চ্যুয়ালি যুক্ত হয় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে। জেলা প্রশাসক কার্যালয়ে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দীন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান, সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
কটিয়াদী, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে দুটি পর্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঁঞা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য আবদুল্লাহ আল রুমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।
মুকসুদপুর, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশারফ হোসের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া সুলতানা, জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, জুলাই কন্যা তাহমিনা আক্তার। এ সময় শপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা লায়লা রহমান।
নড়াইল ॥ নড়াইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুটি পর্বে হয়।
এর মধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থেকে এক মিনিট নীরবতা পালন, শপথ গ্রহণ, জাতীয় সংগীত ও জুলাই যোদ্ধাসহ সকল শহীদদের উদ্দেশ্যে দোয়া করা হয়। এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আকতার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেডএম মিজানুর রহমান খান, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার প্রমুখ।
দাউদকান্দি, কুমিল্লা ॥ কুমিল্লার দাউদকান্দিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনের হল রুমে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম।
অনুষ্ঠানে অন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোখলেসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, তথ্য আপা আয়েশা বেগম ,উপজেলা আইসিটি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জান্নাতুল ফাতেমা চৌধুরী, উপজেলা জামায়াত ইসলামের এসিস্ট্যান্ট সেক্রেটারি কাউসার আলম ও জামায়াতের পৌর যুববিভাগের সভাপতি রেজাউল হক সরকার প্রমুখ।
নালিতাবাড়ী, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের লক্ষে লাখো কণ্ঠে শপথ গ্রহণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষ তেপান্তরে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মোস্তাফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও ফারজানা আক্তার ববি। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক সোলাইমান আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, শহর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম রিপন তালুকদার।
রাণীশংকৈল, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন ইউএনও শাফিউল মাজলুবিন রহমান, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের সেক্রেটারি রজব আলী, গণঅধিকার নেতা মামুনুর রশিদ, প্রেস ক্লাব সভাপতি আশরাফুল আলম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ ও অরিন প্রমুখ।
বাগেরহাট ॥ বাগেরহাটের চিতলমারী উপজেলার জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাপস পালের সভাপতিত্বে এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউএনও তাপস পাল। উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার, চিতলমারী সরকারি মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক শেখর মজুমদার, শেরে বাংলা ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক খায়রুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলায় যুগ্ম-আহ্বায়ক শেখ রহমতুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান।
রাজশাহী ॥ ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজশাহীতে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) শাহজাহান এবং জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম।
কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে স্বপ্ন শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে স্বপ্ন কুঁড়ি হল রুমে নাটিকা প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মাহফুজার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ূন কবির, ডিপুটি সিভিল সার্জন আ ন ম গোলাম মোহাইমেন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম, জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার প্রায় শতাধিক নারী-পুরষ ও সুধীজন অংশ নেন।
ফরিদপুর ॥ ফরিদপুরে জুলাই পুনর্গঠনে গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন অন্তর্র্বর্তী সরকারের সেবা ও ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দেষ্টা শারমিন মুর্শিদ। াজসেবা ন্ত্রণালয়ের উপ-পরিচালক এএসএম আলী আহসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুরের সার্জন দুল হাসান প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠা বেসরকারি ্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারী ॥ নীলফামারীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান হয়। এতে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ। আয়োজনে ছিল জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
এ সময় নীলফামারী প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, জেলা মহিলা বিষয় কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নারী-পুরুষ।
কলাপাড়া, পটুয়াখালী ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তন ‘পায়রায়’ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ইয়াসীন সাদেক। অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, গণমাধ্যম কর্মী রাসেল মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়ার সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ প্রমুখ।
রংপুর ॥ রংপুরের মিঠাপুকুরে, উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের হলরুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে নারী ও সমাজ উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করে শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদ মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর (ইউএনও) জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন ম-ল। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য, রংপুর জেলা ক্রীড়া সংস্থা ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চরফ্যাশন ভোলা ॥ ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ এই প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশন উপজেলাতে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ অনুষ্ঠান।
শনিবার উপজেলার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যভিত্তিক মানবিক দর্শন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন।
খুলনা ॥ খুলনায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ’২৪ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তীতে মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠান মালার ধারাবাহিকতায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান হয়।
এতে উপস্থিত ছিলেন খুলনার শহীদ সাকিব রায়হানের মা নুরুন্নাহার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা সমাজসেবা উপপরিচালক কানিজ মোস্তফা, জেলা মহিলা বিষয়ক উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা প্রমুখ।
মাগুরা ॥ মাগুরায় জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহম্মদপুরে নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান কাবুল, জিয়াউল হক বাচ্ু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুচ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজসেবা কর্তকর্তা আব্দুর রব।
বোয়ালখালী, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ অনুষ্ঠান। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রহমত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জোনাল ম্যানেজার স ম মিজানুর রহমান, চরণদ্বীপ রজভিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন, জুলাই যোদ্ধা জহিরুল আলম ও জুলাই কন্যা ইসমিয়া আক্তার।
গাইবান্ধা ॥ গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ভার্চুয়ালি একযোগে শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহুরুল হক সরকার, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আব্দুল মাজেদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাসুদ রানা, জুলাই যোদ্ধা (সভাপতি জুলাই সংসদ) আমিনুল ইসলাম, জুলাই কন্যা মৌটুসী রহমান ইনান প্রমুখ।
কালিয়াকৈর গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ সভার আয়োজন করেন। উপজেলা মহিলা অধিদপ্তর এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন।
উপজেলার সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় ও ইউএনও কাউসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, মহিলার বিষয়ক কর্মকর্তা সানজিদা খান, জুলাই কন্যা জামেলা আক্তার লতা, জুলাই যোদ্ধা জাহাঙ্গীর কবিরসহ অন্যরা।
সাতক্ষীরা ॥ জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা শিল্প কলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকনূজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, সাবেক সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন প্রমুখ।
প্যানেল হু