ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

অসহায় পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদের হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর

প্রকাশিত: ১৯:৪৪, ২৫ জুলাই ২০২৫

অসহায় পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদের হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদে বিএনপি নেতা নাছির উদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি দিনমজুর পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নাছির উদ্দিন তালুকদার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক। তিনি উপজেলার মাহামুদকাঠি নিবাসি মো. চাঁন মিয়ার পক্ষ নিয়ে ওই পরিবারটিকে ভিটেবাড়ি ছাড়া করতে এ অপচেষ্টা চালাচ্ছেন। ভুক্তভোগী দিনমজুর নাসিমা বেগম, আলেয়া বেগম ও মনোয়ারা বেগম সাংবাদিকদের ক্যামেরার সামনে এ অভিযোগ করেছেন। 

এ ঘটনায় শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ভুক্তভোগী পরিবার বিচার চেয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

নাসিমা বেগম বলেন, তিনি ও তার বোনেরা মাহামুদকাঠি গ্রামের ৮নং ওয়ার্ডের মৃত মো. বশির উদ্দীনের নাতি। তারা নানার জমি থেকে ১ একর ৫ শতাংশ জমি ওয়ারিশমুলে দাবিদার। নাসিমার মামা চাঁন মিয়া সেই প্রাপ্য জমি তাদের বুজিয়ে দিচ্ছিলনা। তারা কোনমতে সেখানে স্থানীয়দের শালিস বিচারে প্রাথমিকভাবে একটু জায়গা পেয়ে ঘর তুলে বসবাস করছিলেন। সম্প্রতি সেখান থেকে তাদের উচ্ছেদ করতে নাসিমার মামা চাঁন মিয়া বিএনপি নেতা নাছির তালুকদারের শরনাপন্ন হয়ে শালিস বসান। শালিসধার নাছির তালুকদার চাঁন মিয়ার পক্ষ নিয়ে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ওই অসহায় পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদ করতে হুমকি প্রদান করেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। নাছির উদ্দিন তালুকদারের বাহিনীর হুমকিতে ওই পরিবারটি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন।

স্থানীয় প্রবীন বিএনপি নেতা আব্দুল হালিম হাওলাদার বলেন, নাসিমা, আলেয়াসহ ওরা কয়েকজন মা খালা আছে। তারা বশির উদ্দীনের ওয়ারিশ। তারা মোট অনেক ওয়ারিশ সম্পত্তি পাবেন। তার মামা চাঁন মিয়া সম্পত্তি না দিয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক নাছির তালুকদার নিয়ে একটি শালিস বসায়। যেখানে আমিও একজন শালিসদার। চাঁন মিয়া একটি ওছিয়ত দেখিয়ে বলে ভাগ্নিরা কোন জমি পাবেনা। যে ওছিয়াতের কোন ভিত্তি নেই। সেখানে নাসিমাদের বসতঘর রয়েছে। এখন নাছির তালুকদার চাঁন মিয়ার পক্ষ নিয়ে অসহায় নাসিমা ও তার বোনদের বসতঘর থেকে উচ্ছেদ করতে বাহিনী দিয়ে ধারাবাহিক চেষ্টা চালাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা নাছির উদ্দিন তালুকদার বলেন, আমাকে চাঁন মিয়া শালিসে ডাকছিল। শালিস হিসেবে যেটা বলা দরকার আমি তা বলছি। এ নিয়ে নিউজের কোন বিষয় আছে?

নেছারাবাদ উপজেলার বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত বলেন, কোন বিএনপি নেতা কারো পক্ষ নিয়ে শালিসে যেতে পারেনা। এটা যদি কেউ করে থাকেন তাহলে ব্যক্তির দায় দল নেবেনা। 

নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো: নাঈম হোসেন বলেন, নাসিমা বেগমসহ তার বোনেরা ওখানে ওয়ারিশের জমি পাবেন। এই মর্মে থানায় বসে বিএনপি নেতা নাছির উদ্দিন তালুকদারসহ অনেক নেতারা শালিসে বসেছিলেন। শালিসের রায়ের পূর্বে ওখানে নাসিমা ঘর তুলেছেন। এতে শালিসের অপমান হয়েছে। নাসিমা ঘর না সরালে বিপদে পড়বেন। 

 

রিফাত

×