
কুমিল্লার লালমাইয়ে সারা দেশের ন্যায় জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনে সেবা মেলা, লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের হল রুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত জুলাই পূর্ণ জাগরণ সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ শপথ বাক্য পাঠ করান।
শপথ পাঠ অনুষ্ঠান শেষে ২য় পর্বে বাগমারা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণা আক্তার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা। বিশেষ অতিথি ছিলেন, লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মো: তাজুল ইসলাম মজুমদার, জুলাই যুদ্ধাহত শুভ, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সুবিধাভোগী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,জুলাই যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, জুলাই পুর্নজাগরণে মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্য হীন ও ন্যায়ভিত্তিক সমাজ বির্নিমাণ করব আজকের শপথ অনুষ্ঠানে এই হোক অঙ্গীকার।
রাজু