
ছবি: প্রতীকী
মেধা অন্বেষণের এক ঐতিহাসিক পরীক্ষায় এবার জয়ী হলো যন্ত্র। গুগল ডিপমাইন্ডের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সিস্টেম ‘জেমিনি’ প্রথমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (IMO) স্বর্ণপদক জয় করেছে। তরুণ মানব গণিতবিদদের সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করে এ অর্জন প্রযুক্তি ও বুদ্ধিবৃত্তিক পরিসরে এক নতুন যুগের দ্বার উন্মোচন করল।
গণিত ও এআই—দুই জগতের যুগান্তকারী সংযোগ
এআইয়ের এমন অভাবনীয় সাফল্য শুধু বিস্ময়ই নয়, প্রশ্নেরও জন্ম দিয়েছে। কেবল কি অলিম্পিয়াডেই সীমাবদ্ধ থাকবে এর সাফল্য, নাকি এটি ভবিষ্যতের বড় একটি ইঙ্গিত?
গুগল ডিপমাইন্ডের গবেষকদের তৈরি এই এআই সিস্টেম ‘জেমিনি’ মূলত মানুষের চিন্তাধারার আদলে গঠিত। গত বছরই এটি রৌপ্যপদক জিতেছিল। এবার মাত্র সাড়ে চার ঘণ্টায় ৬টি সমস্যার মধ্যে ৫টির সমাধান করে জেমিনি অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন করেছে—যা অনেক মানব প্রতিযোগীকেও ছাড়িয়ে গেছে।
জেমিনির প্রযুক্তিগত পেছনের কাহিনি
জেমিনির এই সাফল্যের পেছনে রয়েছে গভীর শিক্ষণ (deep learning) ও প্রতীকভিত্তিক সমস্যা সমাধান প্রযুক্তির সমন্বয়। এই দুটি প্রযুক্তি একত্রে ব্যবহার করে এআই-কে বিমূর্ত ধারণা নিয়ে যুক্তির সাহায্যে দ্রুত ও নিখুঁত সিদ্ধান্ত নিতে সক্ষম করা হয়েছে। এর ফলে, জটিল ও সৃজনশীল চিন্তা-নির্ভর সমস্যাও এটি দক্ষতার সঙ্গে সমাধান করতে পারে।
ডিপমাইন্ডের এই সফলতা নজর কেড়েছে ইলন মাস্ক ও সুন্দর পিচাইয়ের মতো প্রযুক্তি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের। এর মাধ্যমে এআই-এর ভবিষ্যৎ প্রভাব ও নৈতিকতার বিষয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এখনো পিছিয়ে
যেখানে ওপেনএআই এখনো গণিতের এই পরিসরে কোনো প্রতিদ্বন্দ্বী এআই মডেল উপস্থাপন করেনি, সেখানে জেমিনির এই অর্জন ডিপমাইন্ডকে আলাদা এক উচ্চতায় নিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি প্রযুক্তিগত জয় নয়—একটি দিক পরিবর্তনের সূচনাও বটে।
একটি জয়, কিন্তু সামনে আরও অনেক প্রশ্ন
যদিও অলিম্পিয়াড একটি নিয়ন্ত্রিত ও কাঠামোবদ্ধ পরিবেশ, তথাপি এআই-এর এমন বুদ্ধিবৃত্তিক জয় ভবিষ্যতে চিকিৎসা, গবেষণা, মহাকাশ অনুসন্ধানসহ নানা জটিল ক্ষেত্রে এর সম্ভাব্য অবদান নিয়ে প্রশ্ন তুলছে।
ডিপমাইন্ডের পরিচালক ডেমিস হাসাবিস বলেন, ‘এই সাফল্য কেবল শুরু। আমরা আরও অনেকদূর যেতে চাই। আমাদের লক্ষ্য শুধু এআই উন্নয়ন নয়, বরং এর সীমাও অন্বেষণ করা।’
সূত্র: https://3dvf.com/en/an-ai-earns-a-gold-medal-in-mathematics-for-the-first-time/
রাকিব