ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

চলন্ত অ্যাম্বুলেন্সেই গণধর্ষণের শিকার অচেতন নারী

প্রকাশিত: ০২:৩৩, ২৭ জুলাই ২০২৫

চলন্ত অ্যাম্বুলেন্সেই গণধর্ষণের শিকার অচেতন নারী

ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে হোম গার্ড নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়া এক ২৬ বছর বয়সী নারীকে চলন্ত অ্যাম্বুলেন্সেই গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভয়াবহ এ ঘটনা ঘটেছে গত ২৪ জুলাই। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

স্থানীয় পুলিশের বরাতে এনডিটিভই জানায়, হোম গার্ড নিয়োগ পরীক্ষায় গয়ার বোদ্ধগয়া এলাকার বিহার মিলিটারি পুলিশ মাঠে শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষায় অংশ নিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন ওই নারী। এরপর মাঠে থাকা অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালের পথে সেই অ্যাম্বুলেন্সেই ঘটে দুর্বৃত্তদের পাশবিকতা।

অজ্ঞান অবস্থায় ধর্ষণ, পরে ফৌজদারি মামলা

ভুক্তভোগী নারী পুলিশকে জানান, অজ্ঞান হওয়ার পর ধীরে ধীরে চেতনা ফিরে পেতে শুরু করেন এবং আংশিকভাবে বুঝতে পারেন, অ্যাম্বুলেন্সের ভেতরেই একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করছে। পরে পুরোপুরি জ্ঞান ফিরলে বিষয়টি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তিনি।

নারীর অভিযোগের ভিত্তিতে বোদ্ধগয়া থানায় ধর্ষণের মামলা (FIR) দায়ের করা হয়। এর পরপরই পুলিশের একটি বিশেষ তদন্ত দল (SIT) এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়।

গ্রেপ্তার দুই অভিযুক্ত: চালক ও টেকনিশিয়ান

অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করে অ্যাম্বুলেন্সের চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমারকে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানিয়েছে, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অ্যাম্বুলেন্সের গতিপথ ও সময়সীমা নিশ্চিত করা হয়েছে, যা অভিযোগের সঙ্গে মিলছে।

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, ঘটনার সময় অ্যাম্বুলেন্সে তিন থেকে চারজন পুরুষ ছিল যারা তাকে ধর্ষণ করে। তদন্তে এই তথ্য যাচাই করা হচ্ছে।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×