
ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ কোনো বার্তা পড়ে তা মনে রাখতে না পারার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। এই সমস্যার সমাধান আনছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার—বার্তা রিমাইন্ডার। এখন থেকে নির্দিষ্ট সময় পর একটি বার্তার জন্য রিমাইন্ডার সেট করা যাবে, যা নির্ধারিত সময় এলে ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে বার্তাটি মনে করিয়ে দেবে।
কীভাবে কাজ করে নতুন এই ফিচার?
নতুন ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সন (সংস্করণ 2.25.21.14)-এ চালু হয়েছে। এতে ব্যবহারকারীরা যেকোনো বার্তার জন্য নির্ধারিত সময়ের মধ্যে একটি রিমাইন্ডার সেট করতে পারবেন। সময় বাছাইয়ের জন্য রয়েছে-
- ২ ঘণ্টা
- ৮ ঘণ্টা
- ২৪ ঘণ্টা
এছাড়াও চাইলে নিজের মতো করে নির্দিষ্ট সময়ও নির্ধারণ করা যাবে।
নির্ধারিত সময় হলে অ্যান্ড্রয়েড নোটিফিকেশনে বার্তাটি পূর্ণভাবে প্রদর্শিত হবে। যদি কোনো ছবি থাকে, সেটিও প্রিভিউতে দেখা যাবে।
কীভাবে রিমাইন্ডার সেট করবেন?
১. প্রথমে যেটি মনে রাখতে চান, সেই বার্তার ওপর দীর্ঘ চাপে (long tap) চাপ দিন।
২. বার্তাটি নির্বাচন করা হলে এটি হাইলাইট হয়ে যাবে।
৩. স্ক্রিনের ডানদিকের ওপরের তিনটি ডট (⋮)-এ চাপ দিন।
৪. সেখানে ‘Remind’ অপশনটি পাবেন (এই অপশনটি বর্তমানে শুধু বিটা ভার্সনে দেখা যাচ্ছে)।
৫. এরপর আপনি একটি সময় বেছে নিতে পারবেন বা নিজের মতো সময় নির্ধারণ করতে পারবেন।
৬. রিমাইন্ডার সফলভাবে সেট হলে বার্তার পাশে একটি ছোট ঘণ্টার চিহ্ন দেখাবে।
নোট: এই রিমাইন্ডার শুধুমাত্র আপনার ফোনে কার্যকর হবে। আপনি যাকে মেসেজটি পাঠিয়েছেন, তার কোনো নোটিফিকেশন যাবে না।
কবে পাবেন এই ফিচার?
বর্তমানে এটি শুধুমাত্র বিটা টেস্টারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফিচারটি কখন আনুষ্ঠানিকভাবে সকল ব্যবহারকারীর জন্য চালু হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে সফল পরীক্ষার পর খুব শিগগিরই এটি সাধারণ সংস্করণেও চলে আসতে পারে।
সূত্র: https://www.nextpit.com/news/whatsapp-new-feature-never-forget-message-again
রাকিব