
ছবি: বান্দরবানে "দ্য রেড জুলাই" আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছাত্রনেতা আসিফ ইকবাল ও সদস্য সচিব মিনহাজ উদ্দীন।
জুলাইয়ের চেতনায় কাজ করার প্রত্যয়ে, জুলাই বিপ্লবের শহিদদের স্মরণীয় করে রাখতে অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন দ্য রেড জুলাই-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন জুলাই আন্দোলনে বান্দরবানে নেতৃত্বদানকারী ছাত্রনেতা আসিফ ইকবাল।
"দ্য রেড জুলাই"-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহরিয়ার রহমান সাদ এবং সদস্য সচিব মো. সজিব হোসাইন ৪১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
এ কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন ছাত্রনেতা আসিফ ইকবাল, যুগ্ম আহ্বায়ক মিছবাহ উদ্দীন, সদস্য সচিব মিনহাজ উদ্দীন, মুখ্য সংগঠক হাবিব আল মাহমুদ, যুগ্ম মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম রিয়াদ ও রবিউল হাসান। মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন রুমি সেন।
জানা গেছে, আওয়ামী-সন্ত্রাস ও স্বৈরাচারের সূচনালগ্ন থেকে গণহত্যার লাল জুলাই পর্যন্ত যারা শহিদ হয়েছেন, তাদের সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখতে এই রেড জুলাই টিম গঠন করা হয়েছে। এছাড়া ৩৬ জুলাই পর্যন্ত যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন—তাদের তথ্য যাচাই করে সংগ্রহ শুরু করেছে এই টিম।
রেড জুলাই টিমের আহ্বায়ক আসিফ ইকবাল বলেন, “জুলাইয়ের বীর শহিদদের স্মৃতি স্মরণীয় করে রাখতে, তাদের আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা গণমানুষের কাছে পৌঁছে দিতে দ্য রেড জুলাই টিম গঠন করা হয়েছে। আমরা জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বান্দরবানের সকল ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”
ইমরান