ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

“আঘাত” শিরোনামে নতুন গান গাইলেন আরফিন রুমি

ওয়াহেদ রাজু

প্রকাশিত: ১৯:৩১, ২৬ জুলাই ২০২৫

“আঘাত” শিরোনামে নতুন গান গাইলেন আরফিন রুমি

সঙ্গীত শিল্পী আরফিন রুমি

নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরফিন রুমি। ‘আঘাত’ নামের এই গানটি গেয়েছেন তিনি মার্সেলের সুর-সংগীতে। আরফিন রুমির সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন খ্যাতনামা গায়িকা দোলা, যিনি ‘চাঁদ মামা’ গানের জন্য পরিচিত।

এ গানটি লেখা হয়েছে লুৎফর হাসানের মাধ্যমে, এবং এটি ব্যবহার করা হয়েছে ‘সহযাত্রী’ নামের একটি ইউটিউব ফিল্মের জন্য। এই ফিল্মের গল্প এবং চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিগগিরই এটি মুক্তি পাবে সিনেমাওয়ালা চ্যানেলে।

গানটি নিয়ে আরফিন রুমি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "মুহাম্মদ মোস্তফা কামাল রাজ যে কোনো কাজ করলে আমি কখনও না করি না, আমাদের সম্পর্কটা অনেক নিবিড়। ‘আঘাত’ গানের সুর এবং লুৎফর হাসানের কথা আমাকে অনেক পছন্দ হয়েছে, আর মার্সেলের সুরে গাওয়া এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি।"

শীঘ্রই ‘সহযাত্রী’ ফিল্মটি মুক্তি পাবে এবং আশা করা হচ্ছে এর সঙ্গীত এবং বিষয়বস্তু শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

 

রাজু

×