ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ফেসবুক পোস্টে কণ্ঠশিল্পী কোনাল

ভণ্ডামি কখনোই ভালো লাগেনি, ছোটবেলা থেকেই শিখিনি আর শেখার ইচ্ছেও নেই

প্রকাশিত: ০০:১২, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ০০:১৪, ২৭ জুলাই ২০২৫

ভণ্ডামি কখনোই ভালো লাগেনি, ছোটবেলা থেকেই শিখিনি আর শেখার ইচ্ছেও নেই

ছবিঃ সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল নিজের ব্যক্তিগত মূল্যবোধ ও চিন্তাধারা তুলে ধরে একটি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

তিনি লেখেন—
“ভণ্ডামি কখনোই ভালো লাগেনি। ছোটবেলা থেকেই শিখিনি, আর শেখার ইচ্ছেও নেই। সত্যিকারের মানুষ হতেই ভালোবাসি — তাই সবার কাছ থেকে সেরকমটাই আশা করি।
Be real. Stay honest. ❤️”

তার এই পোস্টে অনেক ভক্ত ও শুভানুধ্যায়ী ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকে লেখেন, কোনালের এই মনোভাব বর্তমান সময়ে সত্যিই অনুপ্রেরণাদায়ক।

উল্লেখ্য, কোনাল শুধু প্লেব্যাক কিংবা স্টেজ পারফর্মার হিসেবে নন, বরং একজন স্পষ্টবাদী শিল্পী হিসেবেও পরিচিত। সামাজিক নানা ইস্যুতে তার খোলামেলা মন্তব্য মাঝেমধ্যেই আলোচনায় আসে। এবারও তার এই সত্য উচ্চারণ মন ছুঁয়ে গেছে ভক্তদের।

ইমরান

×