
মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে ঈদ বা জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানানো সালমান খানের ঐতিহ্যবাহী দৃশ্য এবার একেবারে আলাদা রূপ নিল। চলতি বছরের শুরুতে সেখানে বুলেটপ্রুফ গ্লাস লাগানো হয়েছে যা দেখে ভক্তদের মধ্যে ব্যাপক হতাশা ও কৌতূহল ছড়ায়।
অনেকে ধারণা করেন, চলমান হুমকির কারণে অভিনেতার নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সালমান নিজেই জানিয়েছেন, এর পেছনে অন্য কারণ রয়েছে। তিনি বলেন, "আমি দেখতাম কিছু মানুষ ব্যালকনিতে উঠে রাত কাটাচ্ছে। তাদের উদ্দেশ্য হয়তো আমাকে এক ঝলক দেখার জন্য। নিরাপত্তার স্বার্থে তাই ব্যালকনি ঢেকে ফেলা হয়েছে।"
এদিকে, সম্প্রতি একটি ঘটনা ঘটে যখন এক মহিলা সালমান খানের বাড়িতে পৌঁছে তার পরিচয় দিয়ে দরজায় উপস্থিত হন, পরে তাকে গ্রেফতার করা হয়। অভিনেতা জানান, ওই মহিলার দাবি ছিল ভিত্তিহীন।
২০২৪ সালের এপ্রিল মাসে সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানো হয়, যা লরেস বিষ্ণয়ের গ্যাং-এর সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে মুম্বাই ট্রাফিক পুলিশকে হুমকির বার্তা পাঠানো হয়, যেখানে সালমানের ক্ষমার বিনিময়ে ৫ কোটি টাকা দাবি করা হয়, না দিলে পরিণতি হবে আরও ভয়ঙ্কর।
এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়। দুবাই থেকে ২ কোটি টাকার বুলেটপ্রুফ গ্লাস আমদানি করা হয়, এবং অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা দলের সঙ্গে যুক্ত হন ৮ থেকে ১০ জন সশস্ত্র রক্ষী ও বিশেষ কমান্ড গ্রুপ। তবে এই বুলেটপ্রুফ কাঁচ অনুরাগীদের থেকে সালমানের দূরত্ব আরও বাড়িয়েছে।
Jahan