
ছবি: দৈনিক জনকন্ঠ।
চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হয়েছেন মাওলানা মো: আজিজুর রহমান। শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে তিনি সর্বোচ্চ নাম্বার পেয়ে এই পদে উত্তীর্ণ হন। মাওলানা আজিজুর রহমান চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসার অন্যতম সিনিয়র শিক্ষক। একজন দক্ষ ও মেধাবী শিক্ষক হিসেবে তার বেশ সুনাম রয়েছে।
এ দিকে একই দিনে মাদ্রাসার নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা মাদ্রাসাটির ভবন কক্ষে অনুষ্ঠিত হয়। এই দুই পদে পরীক্ষায় প্রতিযোগীদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হন যথাক্রমে মো: মনির (নিরাপত্তা কর্মী), বিবি ফাতেমা (আয়া)।
চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। মাদ্রাসার তিন পদে নিয়োগ পরীক্ষা পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি'র প্রতিনিধি ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি'র প্রতিনিধি, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার, মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, সহ-সভাপতি কাজী মাওলানা হারুন অর রশিদ, বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ মীর মোহাম্মদ শরিফ হোসেন, মাকসুদুর রহমান, মাওলানা মোঃ আবুল কালাম, শিক্ষক প্রতিনিধি প্রভাষক শামীম সরদার, কামাল হোসেন (বিএসসি)।
এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার অর্ধশত শিক্ষক, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মিরাজ খান