ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ছাত্রদলের জুলাই যোদ্ধারা, রাজপথের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব

প্রকাশিত: ১৩:৫৬, ২৬ জুলাই ২০২৫

ছাত্রদলের জুলাই যোদ্ধারা, রাজপথের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব

ছবি: সংগৃহীত।

উত্তর মিরপুরের শাহ আলী থানা ছাত্রদলের কর্মী মুস্তাকিং আলম দীপু যেন এক গেরিলা যোদ্ধা। জুলাই আন্দোলনে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে টানা গোলাগুলির মাঝেও তিনি ছিলেন দৃঢ়চিত্ত ও নির্ভীক। আগ্রাসী মনোভাব নিয়ে সেদিন তিনি ভূমিকা রাখেন এক যুদ্ধ-ক্লান্ত সৈনিকের মতো। মুখোমুখি হন প্রাণঘাতী অস্ত্রের, গুলিবিদ্ধও হন, তবু পিছপা হননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুস্তাকিং আলম দীপু সেদিনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি একেবারে গোলচত্বরের মাঝখানে ছিলাম, যেখানে আমাদের চারদিক থেকে আক্রমণ চালানো হয় এবং গুলি করা হয়। ওরা বারবার ধাওয়া দেয়, আমরাও পাল্টা ধাওয়া দিই। আমি অবস্থান ছাড়িনি, পেছনে থাকা অনেকেই তখন আমার দেখানো পথেই এগিয়েছে।”

তিনি আরও বলেন, “কেউই নিশ্চিত ছিল না আমি বাঁচব কি না। সবই আল্লাহর রহমত যে আমি আজ জীবিত। ওই মুহূর্তগুলোতে ভয় নয়, ছিল দায়িত্ববোধ আর প্রতিরোধের মনোভাব।”

মুস্তাকিং আলম দীপুর এই সাহসিকতা আন্দোলনের দিনগুলিতে ছাত্র রাজনীতির মাঠে এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

মিরাজ খান

×