ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ভাড়া বেশি দিতে রাজি না হওয়ায় নারী যাত্রীর পেটে লাথি মারলেন চালক! অতঃপর...

প্রকাশিত: ০৯:৫২, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ০৯:৫৩, ২৬ জুলাই ২০২৫

ভাড়া বেশি দিতে রাজি না হওয়ায় নারী যাত্রীর পেটে লাথি মারলেন চালক! অতঃপর...

ভাড়া বেশি দিতে রাজি না হওয়ায় নারী যাত্রীর পেটে লাথি মারলেন চালক

অ্যাপের মাধ্যমে ক্যাব ভাড়া করেন এক নারী। তারপর গন্তব্যে পৌঁছালে অ্যাপে যে ভাড়া উঠেছে সেই ভাড়া পরিশোধ করেন শর্মিষ্ঠা ঘোষ।  কিন্তু চালক দাবি করেন আরও কিছু টাকা। পরবর্তীতে সেই টাকা দিতে রাজি না হওয়ায় যাত্রী নারীর পেটে লাথি দিয়েছন তিনি।

স্থানীয় সময় গত ২৪ জুলাই, বৃহস্পতিবার ভারতের কলকতার সল্টলেক এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আননন্দবাজার এক প্রতিবেদনে জানায়, কলকাতার বাগুইআটি থেকে গাড়ি বুক করেছিলেন। গন্তব্য ছিল সল্টলেকের ডিএফ ব্লক। কিন্তু তিনি সেখানে পৌঁছোনোর পর থেকেই তার কাছ থেকে বেশি টাকা দাবি করতে শুরু করেন চালক।

নারী সেটি দিতে না-চাওয়ায় দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

ভুক্তভোগী নারী পুলিশকে জানান, অ্যাপে যা ভাড়া দেখিয়েছিল তিনি সেটিই দিয়েছেন। কিন্তু সেটি চালকের মনমতো না হওয়ায় গাড়ি থেকে নেমে যাওয়ার সময়েই তাকে হেনস্থা করেন। তার হাত মুচকে দেন। এক পর্যায়ে লাথি মারেন পেটে। পরে বাধ্য হয়ে পুলিশকে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শর্মিষ্ঠা ঘোষ নামে ওই নারীর যাত্রীর অভিযোগের ভিত্তিতে অ্যাপ ক্যাব চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শাহবাজ আলি। তিনি দক্ষিণ ২৪ পরগনার নারায়ণপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। তার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।

আনন্দবাজার

তাসমিম

আরো পড়ুন  

×