
ছবি: সংগৃহীত।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নির্দেশ দিয়েছেন, ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়া যেকোনো কয়লা বহনকারী জাহাজকে বাধা দিতে হবে। তিনি বলেন, গাজা উপত্যকায় গণহত্যায় তার দেশ কোনোভাবেই অংশগ্রহণ করবে না।
ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট পেত্রো বলেছেন, বৃহস্পতিবার সিয়েনাগা বন্দর থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি কয়লা বোঝাই জাহাজের পরিপ্রেক্ষিতে তিনি এই নির্দেশ দিয়েছেন।
পেত্রো বলেন, “এই চালানটি আমার সরকারের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ,” কারণ গত আগস্টেই কলম্বিয়া ইসরায়েলে কয়লা রপ্তানি নিষিদ্ধ করেছিল, গাজায় ইসরায়েলি অপরাধের প্রতিবাদে।
এই নির্দেশের ফলে কলম্বিয়া থেকে ইসরায়েলে কয়লা পাঠানো এখন কার্যত বেআইনি বলে গণ্য হবে।
সূত্র: ইরনা নিউজ
মিরাজ খান