
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দলগুলোর নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকের শুরুতে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধান উপদেষ্টা নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি নিতে গেলেই নানা ষড়যন্ত্র সামনে আসে। এসব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।” একই সঙ্গে তিনি আশ্বাস দেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ও তারিখ ঘোষণা করা হবে।
বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতারা জানান, নির্বাচন ঘিরে একটি রোডম্যাপও ঘোষিত হবে। তারা বলেন, “গত ১৭ বছর আমরা নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি। এখন নির্বাচনকে সামনে রেখে কোনো ষড়যন্ত্র হলে আমরা তা আগের মতোই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব।”
নেতারা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের ভেতরে থাকা ফ্যাসিবাদী মনোভাবের ব্যক্তিদের দমন না করা হলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে। তারা প্রধান উপদেষ্টাকে আইনের শাসন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
একাধিক রাজনৈতিক দল জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাংলাদেশ অফিস প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও আপত্তি তোলে। তাদের আশঙ্কা, এ নিয়ে সরকার যদি এককভাবে সিদ্ধান্ত নেয়, তবে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।
তবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে, জাতিসংঘের সঙ্গে কোনো পদক্ষেপ গ্রহণের আগে দেশের সকল পক্ষ, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করা হবে। রাজনৈতিক দলগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপরও বিশেষ জোর দেয়।
Jahan