ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

২ আগস্ট ২০২৭: সূর্য থাকবে না, আলো থাকবে না—এইদিন আসলে কী ঘটবে?

প্রকাশিত: ২২:১৩, ২৫ জুলাই ২০২৫

২ আগস্ট ২০২৭: সূর্য থাকবে না, আলো থাকবে না—এইদিন আসলে কী ঘটবে?

ছবি: সংগৃহীত।

২০২৭ সালের ২ আগস্ট ঘটতে যাচ্ছে এক মহাজাগতিক বিরল ঘটনা—শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ। এই গ্রহণ স্থায়ী হবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড, যা একে করে তুলবে ব্যতিক্রমী ও ইতিহাসে স্মরণীয়।

এই পূর্ণ সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশ থেকে। বিশেষ করে মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া, লিবিয়া, মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়ার আকাশে দেখা মিলবে এই আশ্চর্যজনক দৃশ্যের।

বিশেষজ্ঞদের মতে, এই সূর্যগ্রহণের সময় সূর্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে চলে যাবে। এর ফলে দিনের আলো হঠাৎ করে নিভে গিয়ে মুহূর্তের জন্য নেমে আসবে গভীর অন্ধকার, যা "টোটালিটি" নামে পরিচিত। টোটালিটির রেখাটি বিশ্বের বিভিন্ন অংশে ধীরে ধীরে অগ্রসর হবে, সৃষ্টি করবে রোমাঞ্চকর মহাজাগতিক দৃশ্য।

নাসা জানায়, সাধারণত সূর্যগ্রহণ ১০ সেকেন্ড থেকে ৭.৫ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এই দীর্ঘসূত্রিতার গ্রহণটি অত্যন্ত বিরল।

রয়েল মিউজিয়ামস গ্রীনউইচ-এর জ্যোতির্বিজ্ঞানী গ্রেক ব্রাউন বলেন, “৬ মিনিটের বেশি স্থায়ী গ্রহণ অত্যন্ত ব্যতিক্রম। সূর্য ও চাঁদের আপাত আকারের পার্থক্য এবং তাদের দূরত্বের পরিবর্তনই এই সময়ের তারতম্যের কারণ।”

বিশ্বের প্রায় ৮৯ মিলিয়ন মানুষ এই গ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে।

নুসরাত

×