
.
ব্যাঙের ছানার জ্বর
আশতাব হোসেন
ব্যাঙের ছানার জ্বর হয়েছে
বদ্যি তার এক মাসি,
ওষুধ দিয়ে বলে এবার
জোরে দাও তো হাসি
হাসি দিতে ঘ্যাঙর ঘ্যাঙর
ডাকে ব্যাঙের ছানা,
মাসি বলে করছো এ কি
ডাকা কিন্তু মানা।
ডাকলে আবার বৃষ্টি এসে
ভিজিয়ে দিতে পারে,
বৃষ্টি জলে ভিজলে তোমার
গায়ের জ্বর কি ছাড়ে?
ছানা তখন গোস্যা করে
জলে মারে ঝাঁপ,
জ্বর তখনি যায় পালিয়ে
ডেকে বাপরে বাপ!
বৃষ্টি বরণ
মাসুম হাসান
বৃষ্টি কুটুম বৃষ্টি কুটুম-
আসবে আমার বাড়ি?
পাকা কথা দিলে তুমি
পাঠাই হাওয়ার গাড়ি।
ধুলোয় ঢাকা বসতঘর ও
মলিন পুষ্প-লতা-
বৃষ্টি তুমি ধূসর বনে
দাওনা পেলবতা।
মরাপুকুর নদীর মাছের
মন ভালো নেই, জানো?
বৃষ্টি তুমি প্রাণে প্রাণে-
খুশির জোয়ার আনো।
বৃষ্টি কুটুম বৃষ্টি কুটুম-
আমার গাঁয়ে এলে,
পাখির গানে করব বরণ
আকাশদুয়ার মেলে।
টাপুর টুপুর বৃষ্টি
সরকার জাহিদুল ইসলাম
টাপুর টুপুর বৃষ্টি
কি অপরূপ সৃষ্টি
ওই দেখ কার যাচ্ছে মামা
গায়ে পড়ে নতুন জামা
ঝোলায় ঝোলে মিষ্টি
টাপুর টুপুর বৃষ্টি
ছাতা মাথায়
চটির চটায়
হাঁটছে চটাং চটাং
একটু পরে
পিছলে পড়ে
হল সে চিৎপটাং