ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে: নুরুল কবির 

ইমরানুল হক, আনোয়ারা, চট্টগ্রাম

প্রকাশিত: ১৫:৪২, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৪৩, ২৬ জুলাই ২০২৫

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে: নুরুল কবির 

ছবি: জনকণ্ঠ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী উল্লেখ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নেতা অ্যাডভোকেট নুরুল কবির রানা বলেছেন, এই কর্মসূচি একটি সাম্যভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের বাস্তব রূপরেখা। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। 

শুক্রবার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৫নং সরেঙ্গা ওয়ার্ড যুবদলের আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে, জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে এবং দেশ পরিণত হবে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে। এই কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এখানেই মৌলিক অধিকার ও উন্নয়নের সবচেয়ে বড় প্রয়োজন। 

সভায় তিনি আরও বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও নেতাকর্মীদের আস্থার প্রতীক লায়ন হেলাল উদ্দিন ভাই চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি মানুষের সেবা ও দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্যে রাজনীতিকে গ্রহণ করেছেন। তিনি যদি আনুষ্ঠানিকভাবে নমিনেশন পান, তাহলে আমাদের নৈতিক দায়িত্ব হবে তাকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠানো। কারণ তিনি শুধুই একজন নেতা নন, বরং এই অঞ্চলের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। 

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবদুল মন্নান। এসময় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইসমাইল তালুকদার, যুবদল নেতা শোয়েবুল ইসলাম, হোসেন, ইউনিয়ন যুবদল নেতা তারেকুল ইসলাম হেলাল, জসিম, আরিফ হাসান, সালাহউদ্দিন সরওয়ার, দিদার, সোহেল, সাহাদাত, মন্নান, বখতিয়ার, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির এবং বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব প্রমুখ।

আবির

×