ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

অ্যান্ড্রয়েড ফোন ধীরগতির? মাত্র ৫টি সেটিং বদলালেই ফিরে পাবেন আগের গতি

প্রকাশিত: ০৩:১৫, ২৬ জুলাই ২০২৫

অ্যান্ড্রয়েড ফোন ধীরগতির? মাত্র ৫টি সেটিং বদলালেই ফিরে পাবেন আগের গতি

ছবি : সংগৃহীত

আপনার অ্যান্ড্রয়েড ফোন কি আগের মতো দ্রুত কাজ করছে না? নতুন ফোন কেনার আগে কয়েকটি সেটিংস বদলালেই আপনার পুরোনো ফোন আবার তরতাজা হয়ে উঠতে পারে। ফোনের গতি বাড়াতে ও দীর্ঘদিন ভালোভাবে চালাতে আজই মেনে চলুন নিচের টিপসগুলো।

১. অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন

আপনার ফোনে অনেক পুরোনো অ্যাপ থেকে যেতে পারে, যেগুলো আপনি আর ব্যবহার করেন না। এসব অ্যাপ স্টোরেজ খরচ করার পাশাপাশি ব্যক্তিগত তথ্যেও অ্যাক্সেস রাখতে পারে। হোম স্ক্রিন বা অ্যাপ ড্রয়ার থেকে এসব অ্যাপ চিহ্নিত করে ডিলিট করুন।

২. অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে স্টোরেজ ফাঁকা করুন

GIF, মেনু, বা ডাউনলোড করা অপ্রয়োজনীয় ফাইলগুলো ফোনে জায়গা দখল করে রাখে। ফোনে থাকা Files, My Files বা File Manager অ্যাপ ব্যবহার করে এগুলো মুছে ফেলুন এবং বড় ফাইল শনাক্ত করুন।

৩. হোম স্ক্রিন কাস্টমাইজ করুন

লেখা পড়ার পাশাপাশি ফোনের লুকেও নতুনত্ব আনুন। হোম স্ক্রিনের গ্রিড সাইজ পরিবর্তন, নোটিফিকেশন অ্যাক্সেস সহজ করার মতো ছোট পরিবর্তনও ফোনকে নতুন মনে করাবে।

৪. ফোনের সেটিংস অপ্টিমাইজ করুন

ডার্ক মোড চালু করা, অটো অ্যাপ আইকন বন্ধ করা, ব্যাটারি ব্যবস্থাপনা—এই সব সেটিংসের মাধ্যমে ফোনের ব্যাটারি ও গতি দুটোই বাড়ানো সম্ভব।

৫. প্রাইভেসি সেটিংস যাচাই করুন

Settings > Privacy > Permission Manager-এ গিয়ে খতিয়ে দেখুন কোন অ্যাপ আপনার তথ্য ব্যবহার করছে। প্রয়োজন না থাকলে লোকেশন, ক্যামেরা বা কনট্যাক্টস অ্যাক্সেস বন্ধ করুন।

৬. পুরোনো ডিভাইস রিসাইকেল করুন

পুরোনো ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল রেখে জায়গা দখল না করে রিসাইকেল করুন। অনেক রাজ্যে এগুলো ফেলা অবৈধ। সঠিক রিসাইকেল সার্ভিস ব্যবহার করলেই আপনি পরিবেশবান্ধব ও নিরাপদ থাকবেন।


ফোন ধীরগতির হয়ে পড়লে সেটি ফেলে দেওয়া বা নতুন কেনার আগে এই টিপসগুলো একবার চেষ্টা করে দেখুন। সামান্য কিছু পরিবর্তনেই আপনার ফোন আবার হয়ে উঠতে পারে দ্রুত, ঝরঝরে এবং নির্ভরযোগ্য।

Mily

×