ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

কেনাকাটায় নতুন যুগের সূচনা: গুগল নিয়ে এলো ভার্চুয়াল পোশাক ট্রায়াল

প্রকাশিত: ১০:৩৪, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ১০:৩৫, ২৬ জুলাই ২০২৫

কেনাকাটায় নতুন যুগের সূচনা: গুগল নিয়ে এলো ভার্চুয়াল পোশাক ট্রায়াল

ছবি: সংগৃহীত

আর দোকানে দৌড়ঝাঁপ করার ঝামেলা নয়, গুগল নিয়ে এলো এক অভিনব প্রযুক্তিভার্চুয়াল পোশাক ট্রায়াল। ঘরে বসেই নিজের পছন্দের জামাকাপড় নিজের ছবিতে দেখে নেওয়া যাবে। এই নতুন ‘ভার্চুয়াল ট্রাই-অন’ ফিচারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীরা ঘরে বসে ভার্চুয়ালি জামাকাপড় ট্রায়াল করতে পারবেন।

প্রায় দুই মাসের পরীক্ষামূলক পর্যায়ের পর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এই AI-ভিত্তিক সুবিধা। এখন থেকে পোশাক কেনার আগে নির্দিষ্ট কোনো পোশাক কেমন লাগবে, তা সহজেই বুঝে নেওয়া যাবে।

কীভাবে কাজ করবে?

ব্যবহারকারী পোশাকের প্রোডাক্ট পেজে গিয়ে ‘Try It On’ অপশন নির্বাচন করবেন। এরপর নিজের পুরো শরীরের একটি ছবি আপলোড করলেই সেই ছবিতে পোশাকটির ভার্চুয়াল দৃশ্য পাওয়া যাবে। চাইলে এই লুক সংরক্ষণ ও বন্ধুদের সঙ্গে শেয়ার করাও সম্ভব।

এর আগে গুগলের ভার্চুয়াল ট্রাই-অন ফিচারে কেবল মডেলদের ওপর পোশাক কেমন লাগে তা দেখা যেত, কিন্তু এবার ব্যবহারকারীরা নিজেই ছবিতে ট্রায়াল করতে পারবেন, যা অভিজ্ঞতাকে ব্যক্তিগতকৃত এবং বাস্তবসম্মত করে তুলেছে।

সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ

বর্তমানে এই সুবিধাটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের গুগল সার্চ, গুগল শপিং ও গুগল ইমেজে পাওয়া যাচ্ছে। তবে আগামীতে বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীরাও এর সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

গুগলের আরও নতুনত্ব

ডপল (Dopple): AI-চালিত নতুন একটি অ্যাপ, যা ব্যবহারকারীদের বিভিন্ন পোশাক পরে কেমন দেখাবে তা ভিডিও আকারে প্রদর্শন করে।

প্রাইস অ্যালার্ট: ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট মূল্য, সাইজ ও রঙ অনুযায়ী পোশাকের দাম ও ছাড়ের অ্যালার্ট সেট করতে পারবেন।

এই নতুন প্রযুক্তি পোশাক কেনার ধরণকে কর্পোরেট দৃষ্টিকোণ থেকে পুরোপুরি পাল্টে দিচ্ছে, আর ক্রেতাদের জন্য কেনাকাটাকে আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী করে তুলছে।

 

সূত্র: https://techcrunch.com/2025/07/24/googles-new-ai-feature-lets-you-virtually-try-on-clothes/

রাকিব

×