ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

অনুগল্প " স্বপ্ন "

শরিফুল রোমান

প্রকাশিত: ১০:৪১, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১০:৪৪, ২৩ জুলাই ২০২৫

অনুগল্প

শরিফুল রোমান

গতকাল তুমি এসেছিলে। অবশ্য রাতে ফোনে সেরকমই কথা হয়েছিলো। সে সময়েও তুমি বলোনি- আমি তোমাকে দেখার জন্যে আসছি। তুমি আসার পরে বুঝতে পারলাম, তুমি আমাকেই সঙ্গ দেয়ার জন্যে এসেছিলে। তুমি যে স্বপ্ন। আমার কি অত সাহস আছে স্বপ্নকে কাছে ডাকবার। তোমার বসবাসতো এই জরাজীর্ণ পৃথিবীতে নয়। তোমার বসবাস স্বপ্নের পৃথিবীতে। তুমিইতো পারো জীবন যুদ্ধে পরাজিত একজন মানুষের সোনালী কৈশোর ফিরিয়ে দিতে। 
     তুমি এলে ১১টা ৩৭ মিনিটে। এসেই বললে- ১টার মধ্যে বাসায় ফিরতে হবে। অল্প সময়ের মধ্যে চলে যাবে ভাবতেই মনটা দুলে ওঠলো। ও তুমিতো স্বপ্ন ! আর স্বপ্নরাতো স্বল্প সময়ের জন্যেই আসে। ভেবে দীর্ঘশ্বাস গোপন করলাম। 
     কথা শুরু হলে, তুমি স্থির বসে রইলে বা কখনো মেতে ওঠলে শিশুর মতো হেয়ালীপানায়। আমার কাছে আসা-যাওয়া নিয়ে বিবেকের সাথে তোমার যুদ্ধ হতো প্রতিনিয়ত। তা আমি জানি। 
      এ প্রসঙ্গে আমার অবশ্য বলার কিছু ছিলো, আমার মতে- ‘মানুষের হৃদয়ের পরিধি যেহেতু অপরীসিম সেহেতু সে কারো একার দখলে থাকতে পারে না।’  অথচ আমাদের সমাজে কেউ যদি বিবাহিত বা কারো সাথে প্রেম করে তাহলে সে বলে আমি Engaged আছি। যা বলাটা ভুল। কারণ, একজন মানুষ আরেকজন মানুষের সম্পূর্ণ হৃদয় জুড়ে থাকতে পারে না।
 আমার এ কথার সাথে তুমি একমত পোষণ করেছিলে। এটা তোমার এক চমৎকার গুন। সত্যকে কখনো তুমি অস্বীকার করো না। একজন মানুষ, একই সাথে অনেককেই ভালবাসতে পারে। কিন্তু সে কথা প্রকাশ করতে পারে না। সমাজ- সামাজিকতার ভয়ে। 
 আমার কথার সাথে তোমার একমত হওয়াতে আমি ভীষণ খুশি হয়েছিলাম- তুমি কী তা বুঝতে পেরেছিলে ? বলেছিলে, তোমার প্রিয়জনের বিকল্প হিসেবে নাকি নিজের অজান্তেই আমার কথা ভাবো তুমি। মানুষের মন কী অদ্ভূত ! তুমি বলেছিলে- মানুষের মতো রহস্যময় আর কোন প্রাণী নেই পৃথিবীতে।
       তোমারতো কোন কিছুর অভাব ছিলো না। তারপরেও কেন তুমি আসবে আমারই কাছে ? গতকাল বৃষ্টি হচ্ছিলো খুব। বেপরোয়া বৃষ্টি আমাদেও দু’জনকেই নিয়ম ছাড়া করেছিলো।  আমার বিভিন্ন যুক্তি-তর্ক হয়তো তোমাকে প্রভাবিত করতো। তুমি বলেছিলে- আজকাল নিজেকে আমার  কেমন যেন অন্যরকম লাগে। মনে হয়, আমাকে কেউ কখনো এমন করে দেখেনি।  আর অবাক হয়ে ভাবি- একজন মানুষ আরেকজন মানুষকে কী ভীষণভাবে প্রভাবিত করতে পারে। নিজের সম্পর্কে সারা জীবনের ভাবনাগুলো বদলে দেয়।
  প্রত্যেক মানুষের একটা নিজস্ব জগৎ থাকে আর সেই জগতে থাকে, একজন বিশেষ মানুষ। আজ মনে হচ্ছে, সেই বিশেষ মানুষই আপনি।

শরিফুল রোমান
শিক্ষক ও সংবাদকর্মী

তাসমিম

×