ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

পঞ্চগড় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম হেলালি 

শিক্ষার্থীদের নৈতিক স্খলন ঠেকাতে শিক্ষক অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার উদ্যোগ গ্রহণ জরুরি

মাজেদুল ইসলাম আকাশ, বোদা, পঞ্চগড় 

প্রকাশিত: ১৭:২৭, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১৭:২৭, ২৩ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের নৈতিক স্খলন ঠেকাতে শিক্ষক অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার উদ্যোগ গ্রহণ জরুরি

ছবি- দৈনিক জনকণ্ঠ

শিক্ষার্থীদের নৈতিক স্খলন ঠেকাতে  শিক্ষক অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খায়রুল আনাম মো.আফতাবুর রহমান হেলালি। 

পঞ্চগড়ের বোদায় বুধবার (২৩ জুলাই) পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীকে ভর্তি করিয়ে অভিভাবক যদি দায় শেষ করতে চান তবে সেই শিক্ষার্থীর কাছে ভালো ফলাফল আশা করা যাবেনা। বরং শিক্ষক - অভিভাবকের সমন্বিত তদারকিতে কিশোর অপরাধ কিংবা সামাজিক অবক্ষয়ের মতো ঘটনা এড়িয়ে ভবিষ্যতে একজন শিক্ষার্থীকে সু নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)'র  হিসাবরক্ষণ কর্মকর্তা মুন্সী মুহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আইবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আবু ওয়ারেশ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদ, উপজেলা জামায়াতের আমির মাও. জাহিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি আমীর খসরু, কলেজ শিক্ষার্থী রসুল ইসলাম, হালিমাতুস সাদিয়া প্রমুখ। 

উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষা বর্ষের মেধাবী ৩৮ জন শিক্ষার্থীর মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এসএসসি পাস ১৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০হাজার টাকা ও এইচএসসি পাস ১৯ জনের প্রত্যেককে ২৫হাজার টাকা এককালীন শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়। 

অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির  জানান, "যেকোনো কাজের স্বীকৃতি ই অনুপ্রেরণার, আজকে অতিথিদের হাত থেকে শিক্ষার্থীদের মেধাবী শিক্ষার্থী হিসেবে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অন্যান্য শিক্ষার্থীদের মাঝে সেরা হওয়ার সুস্থ প্রতিযোগিতা তৈরি করবে"।

বৃত্তি প্রদান অনুষ্ঠানের শুরুতেই ঢাকা উত্তরার মাইলষ্টোন কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে মোনাজাত পরিচালনা করেন মানীকপীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মুক্তার আলম। 

শিক্ষা উপবৃত্তি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

নোভা

×