
ছবি: সংগৃহীত।
মাইলস্টোন কলেজে বিধ্বস্ত বিমান দুর্ঘটনার শোকের মাঝেই সামাজিক মাধ্যমে উঠে এসেছে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের একটি ফেসবুক পেজ। দুর্ঘটনার একদিন আগে পেজটিতে একটি ভবন ধসের পূর্বাভাস দেওয়া হয়, যেখানে উল্লেখ ছিল ‘অনেক শিশু মারা যাবে’। দুর্ঘটনার পর এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের গুঞ্জন ছড়ায়।
তবে প্রযুক্তি ও গণমাধ্যম গবেষকরা বিষয়টি যাচাই-বাছাই শুরু করলে জানা যায়, পেজটির মূল ঠিকানা নাইজেরিয়া এবং এটি একটি প্রতারণামূলক চক্রের অংশ। তারা নিয়মিত ভিত্তিহীন, ভুয়া তথ্য ও ষড়যন্ত্র ছড়িয়ে ফলোয়ার বাড়ানোর পর অনলাইন জুয়ার টিকেট বিক্রির ফাঁদ পাতছে।
ডিসমিসল্যাব নামের একটি প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, এ ধরনের ২৫টিরও বেশি পেজে বাংলাদেশে বিমান দুর্ঘটনা, আগুন লেগে বড় বিপর্যয়সহ নানা ভয়াবহ ঘটনার অজানা পূর্বাভাস দেওয়া হয়। কিন্তু কখনো নির্দিষ্ট করে বা সময় উল্লেখ করা হয় না। মূল উদ্দেশ্যই হচ্ছে ফলোয়ারদেরকে বেটিং বা অনলাইন জুয়ায় আকৃষ্ট করা।
গবেষকরা আরও জানিয়েছেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে গড়ে উঠেছে এসব পেজ, যাদের অধিকাংশের এডমিনের অবস্থান নাইজেরিয়া হলেও কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ঠিকানাও দেখা গেছে।
দেশজুড়ে চলছে শোক, আহতরা মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে; সেই সময়ে এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে মত বিশেষজ্ঞদের।
নুসরাত