
ছবি: সংগৃহীত
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে প্রায় ৪০০ রোগীকে সেবা দিচ্ছেন মাত্র দুইজন ডাক্তার, আর সেবা পেতে রোগীদের ভোগান্তির শেষ নেই।
বুধাবার (২৩ জুলাই) সকাল ১১টায় জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় রোগীদের দীর্ঘ লাইন। প্রতিদিন প্রায় ৪০০ রোগী হাসপাতালে সেবা নিতে আসেন। কিন্তু ডাক্তার রয়েছেন মাত্র দুইজন, এর মধ্যে একজন গাইনী ডাক্তার।
এ বিষয়ে কয়েকজন রোগীর অভিভাক জানান, হাসপাতালে এসে সকাল থেকেই তারা লাইনে দাঁড়িয়ে আছেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে তাদের শিশুদের অসুস্থতা আরও বেড়ে গেছে।
জাজিরা হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার ডা. রোমান বাদশার জানান, ডাক্তারের অপ্রতুলতার কথা। তিনি মুঠোফোনে বলেন, ‘আপনি সিভিল সার্জনের সাথে কথা বলুন। আমাদের ডাক্তার অপ্রতুল, একজন ডাক্তারকে আবার জেলায় নিয়ে গিয়েছে। আমাদের কিছু করার নেই, এভাবেই চিকিৎসা দিতে হচ্ছে।’
এ বিষয়ে শরীয়তপুর জেলার সিভিল সার্জনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সব জায়গায় ডা. কম রয়েছে। জাজিরায় তবুও ডা. আছে, গোসাইর হাটে রয়েছে একজন ডাক্তার। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি শীঘ্রই ডাক্তার অপ্রতুলতার সমস্যা সমাধান হয়ে যাবে।’
রাকিব