ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

পুরাতন ফোন কেনার সময় সাবধান! ফোনটি চুরি করা কিনা জেনে নিন এই সহজ উপায়ে

প্রকাশিত: ০৩:১৬, ২৫ জুলাই ২০২৫

পুরাতন ফোন কেনার সময় সাবধান! ফোনটি চুরি করা কিনা জেনে নিন এই সহজ উপায়ে

ছবি: সংগৃহীত

পুরনো স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তবে একটু ধৈর্য ধরুন এবং সচেতন হোন। কারণ বর্তমান বাজারে চুরি হওয়া মোবাইল ফোন পুনরায় বিক্রি হওয়া এখন যেন সাধারণ চিত্র। অজান্তেই আপনি যেন চোরাই ফোন কিনে আইনগত ঝামেলায় না পড়েন, সে বিষয়ে সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি।

ভাগ্যক্রমে এখন একটি সহজ এসএমএসের মাধ্যমেই জেনে নিতে পারবেন, ফোনটি আসল না নকল, বৈধ না চোরাই। সম্প্রতি ইনস্টাগ্রামে hastech_ নামক একটি পেজে এই পদ্ধতি নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যা এখন ভাইরাল। সেখানে এক যুবক একটি ফোন থেকে একটি নির্দিষ্ট নম্বর ডায়াল করে IMEI নম্বর সংগ্রহ করেন এবং সেটি যাচাই করে দেখান।

প্রতিটি মোবাইল ফোনে থাকে একটি বিশেষ শনাক্তকারী নম্বর, যাকে বলা হয় IMEI (International Mobile Equipment Identity)। এই নম্বর জানার জন্য মোবাইলের ডায়ালারে লিখুন *#06#—স্ক্রিনে দেখা যাবে একটি ১৫ সংখ্যার কোড। এটিই ফোনটির ইউনিক আইডেন্টিটি।

এখন, হাতে থাকা IMEI নম্বর যাচাই করতে যা করতে হবে:

১. আপনার মোবাইলের মেসেজ অ্যাপে যান

২. নতুন একটি মেসেজ টাইপ করুন: KYM 123456789012345 (ফোনের IMEI নম্বর)

৩. এটি পাঠিয়ে দিন 14422 নম্বরে

কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে ফোনটির প্রকৃত অবস্থা। যদি ফোনটি বৈধ হয়, তাহলে জানিয়ে দেওয়া হবে ফোনের ব্র্যান্ড, মডেল ও অ্যাক্টিভেশন স্ট্যাটাস। তবে যদি ফোনটি চুরি যাওয়া বা ব্ল্যাকলিস্টেড হয়, তাহলে মেসেজে দেখা যাবে “Blacklisted” বার্তা।

বিশেষজ্ঞরা বলছেন, যাচাই-বাছাই ছাড়া পুরনো ফোন কেনা ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনি যদি চোরাই ফোন কিনে ফেলেন, এবং সেটি ধরা পড়ে, তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এই সহজ ও কার্যকর পদ্ধতিটি ব্যবহার করে আপনি যেমন নিজেকে ঝুঁকি থেকে রক্ষা করতে পারবেন, তেমনি নিশ্চিত হতে পারবেন যে আপনার হাতে থাকা ডিভাইসটি বৈধ ও নিরাপদ।

 

সূত্র: এবিপি আনন্দ।

রাকিব

×