ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

চুরি যাওয়া মোবাইল কীভাবে ফিরে পাবেন? লাগবে না এক টাকাও!

প্রকাশিত: ২২:৪০, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ২২:৪৫, ২৫ জুলাই ২০২৫

চুরি যাওয়া মোবাইল কীভাবে ফিরে পাবেন? লাগবে না এক টাকাও!

ছবি: সংগৃহীত।

মোবাইল ফোন হারানো কিংবা চুরি হওয়া এখন যেন নিত্যদিনের ঘটনা। অসাবধানতা, ছিনতাই কিংবা স্রেফ দুর্ভাগ্য—যেকোনো কারণেই ফোন হারিয়ে ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। কিন্তু অনেকে জানেন না, হারানো মোবাইল ফোন ফেরত পাওয়ার বাস্তব সুযোগ এখন দিচ্ছে বাংলাদেশ পুলিশের ১২ এপিবিএন।

গত ছয় মাসে প্রায় ৫ হাজার ৫০০ অভিযোগ তদন্ত করে, ৯০০টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে এপিবিএনের সাইবার ও সিডিআর এনালাইসিস শাখা।

কীভাবে পাবেন হারানো মোবাইল?

ফোন হারালে প্রথম কাজ জিডি (সাধারণ ডায়েরি) করা। এরপর জিডির কপি পাঠাতে হবে এপিবিএনের নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ফেসবুক পেজে মেসেজে।

এপিবিএনের কর্মকর্তারা জানিয়েছেন— “আমরা জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেউ ফোন হারালে জিডি করে আমাদের কাছে তথ্য পাঠালে আমরা সেটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করি।”

এপিবিএনের পরামর্শ:

  • ফোন কেনার সময় অবশ্যই রসিদ রাখুন।

  • আইএমইআই নম্বর সংরক্ষণ করে রাখুন (ডায়াল করুন: *#06# দেখুন)।

  • অপরিচিত ব্যক্তির কাছ থেকে ফোন কেনার আগে পরিচয় যাচাই করুন।

এপিবিএনের সফলতা:

  • ৬ মাসে ৫৫০০ জিডি বিশ্লেষণ

  • ৯০০টির বেশি ফোন উদ্ধার

  • শত শত মানুষ ফিরে পেয়েছেন তাদের প্রয়োজনীয় ডিভাইস

সূত্র: https://www.youtube.com/watch?v=6uir68Ncxss

নুসরাত

×