
ছবি: প্রতীকী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের জন্য একটি বিস্তৃত রোডম্যাপ প্রকাশ করেছে। ২৮ পৃষ্ঠার এই ‘এআই অ্যাকশন প্ল্যান’-এ ৯০টিরও বেশি নীতিগত পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছে, যার বাস্তবায়ন আগামী এক বছরের মধ্যে সম্ভব বলে মনে করছে হোয়াইট হাউস।
ট্রাম্প প্রশাসনের ‘ক্রিপ্টো প্রধান’ ডেভিড স্যাকস বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা একটি এআই রেসে রয়েছি—এবং আমরা চাই, সেই রেসে যুক্তরাষ্ট্রই জিতুক।’
এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণ, প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং ‘বায়াস’ দূর করে সরকারি ও বেসরকারি খাতে এআই প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।
নির্বাহী আদেশে আসছে পরিবর্তন
ট্রাম্প এ সপ্তাহেই তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। এর মধ্যে একটি আদেশ যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত এআই প্রযুক্তির আন্তর্জাতিক রপ্তানি বাড়ানোর দিকে নজর দেবে, অপরটি ‘ওয়োক’ বা মতাদর্শগতভাবে পক্ষপাতদুষ্ট এআই সিস্টেম নির্মূলের উদ্দেশ্যে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকান এআই উন্নয়ন হবে মতাদর্শহীন ও নিরপেক্ষ। সঠিক নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র এআই খাতে নেতৃত্ব ধরে রাখতে পারবে।’
সমালোচনায় বিশেষজ্ঞরা
এদিকে সমালোচকরা একে ‘বিগ টেক’ বা বড় প্রযুক্তি কোম্পানিগুলোর পক্ষে নেওয়া পদক্ষেপ হিসেবে দেখছেন। এআই নাউ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সারাহ মায়ার্স ওয়েস্ট বলেন, ‘এই পরিকল্পনাটি যেন প্রযুক্তি ধনকুবেরদের জন্য লেখা—সাধারণ জনগণের চাহিদার প্রতিফলন এতে নেই।’
তিনি বলেন, ‘এআই ইতিমধ্যে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলছে। অথচ এই পরিকল্পনায় তাদের সুরক্ষার দিকটি অনুপস্থিত।’
বাইডেনের নীতি বাতিল
২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে এআই ব্যবহারে নিরাপত্তা ও স্বচ্ছতার উপর জোর দিয়েছিলেন। তবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনই সেই আদেশ বাতিল করেন এবং নতুন করে এআই উন্নয়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন।
এই নতুন পরিকল্পনায় ১০ হাজারের বেশি জনমত বিবেচনায় নেওয়া হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।
তবে বাইডেন প্রশাসনের সাবেক এক কর্মকর্তা বলেন, ‘উদ্ভাবনে গতি আনা জরুরি, তবে সুরক্ষামূলক ব্যবস্থাগুলো তুলে দেওয়ার মানে হলো এক ধরনের দায়িত্বহীন জুয়া খেলা।’
তিনি আরও বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র কোনো নিয়ন্ত্রণ ছাড়াই এআই রপ্তানিতে এগিয়ে যায়, তাহলে এতে চীনের কৌশলগত অবস্থান আরও মজবুত হবে।’
এনভিডিয়ার চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার
উল্লেখ্য, গত মাসে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার উন্নতমানের এআই চিপ চীনে রপ্তানির পূর্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর ফলে এনভিডিয়ার H20 চিপ এখন চীনা বাজারে বিক্রি করা যাচ্ছে।
এআই নিয়ন্ত্রণ নিয়ে সদ্য পাস হওয়া বাজেট বিলেও তীব্র আলোচনা হয়েছে। প্রস্তাবনায় রাজ্য সরকারগুলোর উপর এআই নিয়ন্ত্রণ নিষিদ্ধ করার ১০ বছরের নিষেধাজ্ঞা থাকলেও শেষ পর্যন্ত তা বিল থেকে বাদ দেওয়া হয়।
সূত্র: বিবিসি।
রাকিব