
.
ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি এবং দেশটির স্বাধীনতার ৬০তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ও পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিলসহ দেশটির অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। খবর এনডিটিভির। মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুইজ্জু দায়িত্ব নেয়ার পর এটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশটিতে প্রথম সফর। ২৫ ও ২৬ জুলাই এ দুইদিনের রাষ্ট্রীয় সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন। এদিকে শুক্রবার সকালে ভারতের ইতিহাসে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকায় তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। টপকে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নজির। তবে দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় আপাতত তিনি দ্বিতীয় স্থানে। প্রধানমন্ত্রী হিসাবে একটানা ৪০৭৮ দিন দায়িত্ব পালন করেছেন মোদি। স্বাধীনতার পর থেকে ১৯৬৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
প্যানেল