
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ম্যানহাটনে বুধবার সকালে পথচারীরা এক চমকপ্রদ দৃশ্যের মুখোমুখি হন—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উজ্জ্বল লাল রঙের ভাস্কর্য, যেটি একটি ম্যানহোল থেকে উঠে আসছে এমনভাবে স্থাপন করা হয়েছিল।
‘ডোনাল্ড’ শিরোনামের এই বাস্তব আকারের মূর্তিটি তৈরি করেছেন ফরাসি পথশিল্পী জেমস কোলোমিনা। এটি ইস্ট ৪২তম স্ট্রিট এবং ২য় অ্যাভিনিউর মোড়ে স্থাপন করা হয়। মূর্তিটিতে দেখা যায়, ট্রাম্প স্যুট-টাই পরে কোমর পর্যন্ত উঠে এসেছেন, আর একটি ছোট লাল ইঁদুর ম্যানহোল কভার থেকে উঁকি দিচ্ছে।
কেন নিউইয়র্কেই ভাস্কর্যটি?
“আমি এই ভাস্কর্যটি নিউইয়র্কে স্থাপন করেছি কারণ এখানেই ট্রাম্প তার ভাবমূর্তি, সাম্রাজ্য ও কিংবদন্তি গড়ে তুলেছেন,” বলেন কোলোমিনা ইউএসএ টুডে-কে। “এটি এমন একটি শহর, যেটিকে সে দখল করতে চেয়েছিল সোনালি টাওয়ার আর নির্মম স্লোগানের মাধ্যমে। আমি চেয়েছি—এই ছবি, একটি লালদেহ নর্দমা থেকে উঠে আসছে—এ দৃশ্য যেন শহরের সেই চেনা ল্যান্ডস্কেপে অস্বস্তি তৈরি করে।”
ভাস্কর্যটি ট্রাম্প টাওয়ার থেকে প্রায় এক মাইল দূরে স্থাপন করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই এটি একজন রক্ষণাবেক্ষণ কর্মী এসে সরিয়ে নিয়ে যান।
ভাস্কর্যের পেছনের পরিকল্পনা
কোলোমিনা জানান, সম্পূর্ণ ভাস্কর্যটি তিনি ফ্রান্সে তৈরি করেন, যা তিন সপ্তাহ সময় নেয়। পরে তিনি এটি খণ্ড খণ্ডভাবে নিউইয়র্কে নিয়ে এসে ভোরে সাইটেই পুনরায় জোড়া লাগান। তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভাস্কর্যের একটি ছবি পোস্ট করা হয় “Make America Grime Again” ক্যাপশনসহ—যেটি ট্রাম্পের বিখ্যাত “Make America Great Again” স্লোগানের একটি ব্যঙ্গাত্মক রূপ।
ভাস্কর্যটির পেছনে উঁচু ক্রাইসলার বিল্ডিং দৃশ্যমান হওয়ায় এটি এক অদ্ভুত বৈপরীত্য সৃষ্টি করে। কোলোমিনা বলেন, “ক্রাইসলার বিল্ডিং হচ্ছে ক্ষমতা, উচ্চতা ও স্থাপত্যিক গর্বের প্রতীক। আমি এমন একটি চিত্র চেয়েছিলাম যেখানে এই উল্লম্ব স্মৃতিস্তম্ভের পেছনে নর্দমা থেকে উঠে আসা একটি বিকৃত অবয়ব দর্শকদের সামনে দাঁড়ায়।”
হোয়াইট হাউসের প্রতিক্রিয়া
এই ভাস্কর্য নিয়ে হোয়াইট হাউস থেকে একটি অবজ্ঞাসূচক প্রতিক্রিয়া আসে। প্রেস সচিব অ্যাবিগেইল জ্যাকসন ইউএসএ টুডে-কে বলেন, “অনুকরণই হচ্ছে সর্বোচ্চ প্রশংসা। এই তথাকথিত ‘শিল্পী’কে হয়তো আবার আঁকার খাতা হাতে নিতে হবে। কিংবা আর্ট স্কুলে ভর্তি হওয়া উচিত।”
কোলোমিনার শিল্পভাবনা
জেমস কোলোমিনা পরিচিত তার সাহসী ও আগুনরঙা (স্কারলেট রেড) ভাস্কর্যের জন্য, যা তিনি প্যারিস, টোকিও ও বার্সেলোনাসহ বিশ্বের বিভিন্ন শহরের পাবলিক স্পেসে হঠাৎ স্থাপন করে থাকেন। তার শিল্পে রাজনৈতিক ও সামাজিক বার্তা প্রবলভাবে প্রতিফলিত হয়।
Galeries Bartoux–এর ওয়েবসাইটে কোলোমিনার বায়োগ্রাফিতে বলা হয়েছে, “Colomina Red, শিল্পীর নিজস্ব স্বাক্ষররঙ, প্রতীক হয়ে দাঁড়িয়েছে ক্ষোভ, আবেগ ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জরুরি প্রকাশের।”
আরও বলা হয়, “কোলোমিনা গোপন, আকস্মিক কৌশল পছন্দ করেন: তিনি পূর্বঘোষণা ছাড়াই রাস্তায় তার ভাস্কর্য স্থাপন করেন এবং দৈনন্দিন স্থানগুলোকে পরিণত করেন গভীর শিল্পচিন্তার প্ল্যাটফর্মে।”
আবির