
ছবি : অভিক আনোয়ারের নিজস্ব ফেসবুক পেজ
বাংলাদেশের আন্তর্জাতিক রেসার অভিক আনোয়ার মালয়েশিয়ার Sepang International Circuit-এ অনুষ্ঠিত রেস ১-এ ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বর্তমানে তিনি Cyberjaya Hospital -এ চিকিৎসাধীন এবং পরবর্তী ১২ ঘণ্টার জন্য বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
দুর্ঘটনাটি ঘটে টার্ন ৬-এ, যখন অভিকের টিমমেট ঠান্ডা টায়ারের কারণে স্পিন করেন। অভিক তাকে এড়িয়ে যেতে চাইলেও গাড়িটি কাউন্টার-স্পিন করে সরাসরি অভিকের গাড়ির সামনে এসে পড়ে। পরিণতিতে প্রায় ১৪০ কিমি/ঘন্টা গতিতে দুটি গাড়ির মধ্যে তীব্র সংঘর্ষ হয়। উভয় গাড়িই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
ঘটনার পর অভিক নিজে গাড়ি থেকে বেরিয়ে এলেও পরে অজ্ঞান হয়ে পড়ে যান।
অভিকের শারীরিক অবস্থা
চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, অভিকের শরীরে যেসব আঘাত শনাক্ত হয়েছে:
- মাথায় ট্রমা (concussion)
- পাঁজরের আঘাত (rib trauma)
- বাম পায়ে কাটা জখম
- টেইলবোনে আঘাত
- ডান পায়ের হেয়ারলাইন ফ্র্যাকচার
বর্তমানে তিনি জ্ঞান ফেরার পর পর্যবেক্ষণে আছেন। ডাক্তাররা তাকে উড়োজাহাজে ভ্রমণের জন্য উপযুক্ত ঘোষণা করলেই তাকে দুবাইতে পরিবারের কাছে পাঠানো হবে।
দুর্ঘটনায় অভিকের টিমমেটও তীব্র কনকাশনে আক্রান্ত হয়েছেন। দুজনেরই গাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় পুরো টিম চরম মানসিক ধাক্কায় রয়েছে।
টিমের পক্ষ থেকে বলা হয়েছে, "এই দুর্ঘটনায় কোনো চালকের দোষ নেই, এটি নিছকই দুর্ভাগ্যজনক মুহূর্ত।"
অভিকের অফিশিয়াল পেজে প্রকাশিত বার্তায় সবার কাছে অনুরোধ জানানো হয়েছে, "তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।"
বাংলাদেশের মোটরস্পোর্টস ইতিহাসে আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বড় সাফল্য এনে দেওয়া অভিক আনোয়ারের জন্য আজ গোটা দেশ উদ্বিগ্ন।
Mily