
ছবি : সংগৃহীত
বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক মোটরস্পোর্টস প্রতিভা অভিক আনোয়ার মালয়েশিয়ার Sepang International Circuit-এ অনুষ্ঠিত রেসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন।
ঘটনাটি ঘটেছে Race 1-এর সময়, যেখানে অভিক অংশ নিচ্ছিলেন প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক মোটর রেসিং-এ। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত মেডিকেল সেন্টারে নেওয়া হয়, যেখানে বর্তমানে তিনি বিভিন্ন চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।
অভিক আনোয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ‘তিনি এখন মেডিকেল সেন্টারে আছেন এবং বিভিন্ন চেকআপ ও চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন। সবাইকে তার জন্য দোয়া করতে অনুরোধ জানানো হচ্ছে।’
কে এই অভিক আনোয়ার?
অভিক আনোয়ার শুধু একজন রেসার নন-তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক পর্যায়ের ট্র্যাক রেসিং চ্যাম্পিয়ন। তিনি ইতোমধ্যেই মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন মোটরস্পোর্টস অঙ্গনে।
দেশের ক্রীড়াঙ্গনে এমন ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং খেলার পথিকৃৎ হিসেবে অভিক আনোয়ারের এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মাঝে। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
Mily