ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

সহকারী প্রকৌশলীর আত্মহত্যা: ‘জাল বিল পাস করাতে সিনিয়রদের চাপ’ তুলে ধরলেন সুইসাইড নোটে!

প্রকাশিত: ১৫:১৫, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ১৬:০৫, ২৪ জুলাই ২০২৫

সহকারী প্রকৌশলীর আত্মহত্যা: ‘জাল বিল পাস করাতে সিনিয়রদের চাপ’ তুলে ধরলেন সুইসাইড নোটে!

ছবি: সংগৃহীত

আসামের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ৩০ বছর বয়সী সহকারী প্রকৌশলী জ্যোতিষা দাস তাঁর ভাড়ার বাসায় মঙ্গলবার বিকেলে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে তিনি তাঁর সহকর্মীদের বিরুদ্ধে ‘জাল বিল পাস করানোর জন্য চাপ দেওয়ার’ অভিযোগ এনেছেন। নোটে দুই সিনিয়র কর্মকর্তার নাম উল্লেখ করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছেন।

হাতে লেখা ওই নোটে জ্যোতিষা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, দুই সিনিয়র কর্মকর্তা তাঁকে অসম্পূর্ণ কাজের বিল অনুমোদন করতে বাধ্য করার কারণে তিনি মানসিক চাপের মুখে ছিলেন।

নোটে লেখা ছিল, “আমার কাজের অতিরিক্ত চাপের কারণে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। অফিসে কেউ আমাকে সাহায্য করছে না। আমি ক্লান্ত ও নিঃস্ব, আমার যাওয়ার কোনও জায়গা নেই। আমার বাবা-মা আমার জন্য চিন্তিত।”

পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে প্রাথমিক তথ্য বিবরণী করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি পাওয়া দিনেশ মেধী শর্মা (যিনি আগে বঙাইগাঁওয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে কাজ করেছেন) এবং বর্তমানে বঙাইগাঁওয়ে নিয়োজিত সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) আমিনুল ইসলামকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, “আমরা ঘটনাটির সব দিক থেকে তদন্ত করছি। যেই ভবনের কাজের জন্য এই বিল তৈরি করা হয়েছে, সেটিও খতিয়ে দেখা হবে। কাজের খরচ পুনর্মূল্যায়ন করা হবে।”

আবির

×