ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মাত্র ৮ দিনেই বাজিমাত! বক্স অফিস কাঁপিয়ে ‘সাইয়ারা’ এখন ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ হিট ছবি

প্রকাশিত: ০০:০৮, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ০০:০৮, ২৬ জুলাই ২০২৫

মাত্র ৮ দিনেই বাজিমাত! বক্স অফিস কাঁপিয়ে ‘সাইয়ারা’ এখন ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ হিট ছবি

মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ মাত্র আট দিনের মাথায় ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার জায়গা দখল করে নিয়েছে। আহান পান্ডে ও আনিত পাড্ডা অভিনীত এই রোমান্টিক অ্যাকশন-ড্রামা শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে আয় করেছে ১.৪৬ কোটি রুপি, যা মোট আয়কে নিয়ে গেছে ১৭৩.৯৬ কোটিতে। এর মাধ্যমে ‘সাইয়ারা’ পেছনে ফেলেছে অজয় দেবগনের ‘রেইড ২’-এর মোট আয় ১৭৩.৪৪ কোটি রুপিকে।

গত শুক্রবার মুক্তি পাওয়ার পর ‘সাইয়ারা’ প্রথম দিনেই আয় করেছিল ২১.৫ কোটি রুপি। এরপর সপ্তাহান্তে ছবির আয় ধাপে ধাপে বাড়তে থাকে। রবিবার সর্বোচ্চ আয় হয় ৩৫.৭৫ কোটি রুপি। সোমবার আয় ছিল ২৪ কোটি এবং মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ২৫ কোটিতে। বুধবার ও বৃহস্পতিবারও ছবিটি ধরে রাখে গতি আয় যথাক্রমে ২১.৫ কোটি ও ১৮.৭৫ কোটি রুপি।

শুক্রবার দুপুর পর্যন্ত আয়ের হিসাবেই ছবিটি ইতিমধ্যেই ‘রেইড ২’–কে ছাড়িয়ে গেছে। বিকেল, সন্ধ্যা ও রাতের শোয়ের আয় যুক্ত হলে দিনের শেষে মোট আয় ১৮৪ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সেই অনুযায়ী ‘সাইয়ারা’ তখন অতিক্রম করবে ‘হাউসফুল ৫’-এর আজীবন আয় ১৮৩.৩৮ কোটি রুপিকেও যা একে পৌঁছে দেবে ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার অবস্থানে। এই তালিকায় বর্তমানে শীর্ষে আছে ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’, যার আয় ৫৮৫.৫ কোটি রুপি।

এর আগে বৃহস্পতিবার রাতে ‘সাইয়ারা’ তৃতীয় স্থানে উঠে আসে আমির খানের ‘সিতারে জমিন পার’-এর ১৬৪.৯১ কোটি রুপির আয় ছাড়িয়ে।

এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ কারণ ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন দুই নবাগত আহান পান্ডে ও আনিত পাড্ডা। নতুন মুখদের নিয়েও যে ব্লকবাস্টার তৈরি সম্ভব, সেটাই যেন প্রমাণ করল ‘সাইয়ারা’। তরুণ দর্শকদের মধ্যে ছবিটির গভীর আবেগ, হৃদয়ছোঁয়া সংগীত ও মনকাড়া অভিনয় বারবার সিনেমা হলে ফিরিয়ে আনছে দর্শকদের—বিশেষত শহর ও টিয়ার-টু অঞ্চলে।

তবে এখন দেখার বিষয়, সামনে এই গতি কতদূর অব্যাহত রাখতে পারে ‘সাইয়ারা’। কারণ আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে আদিত্য চোপড়ার বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘ওয়ার ২’ যেখানে অভিনয় করছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি। সে ছবির ভিড়ে ‘সাইয়ারা’র দৌড় কতদূর গড়ায়, সেটিই এখন সিনেমা-প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

 

 


সূত্র:https://tinyurl.com/4xvufejy

আফরোজা

×