ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

টালিউডে তানজিন তিশা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ০১:৪০, ২৬ জুলাই ২০২৫

টালিউডে তানজিন তিশা

.

দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অনেক দিন ধরেই ছোট পর্দায় কাজ করে যাচ্ছেন। কিন্তু সিনেমায় অভিনয়ের জন্য বেশ কয়েকবার প্রস্তাব এলেও গল্প পছন্দ না হওয়ায় বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। এবার সেই দীর্ঘ প্রত্যাশিত গল্পটির সন্ধান পেয়েছেন তিনি। আর সেটি পেয়েই সঙ্গে সঙ্গে তিশা সম্মতি জানিয়েছেন অভিনয়ের জন্য। অর্থাৎ, এবার তিনি পা রাখছেন বড় পর্দায়। কিন্তু তা ঢালিউডে নয়, সরাসরি টালিউডের সিনেমায় তানজিন তিশাকে দেখা যাবে। এতে তিনি বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা সরমান যোশির সঙ্গে অভিনয় করবেন বলে জানা গেছে।
‘ভালোবাসার মরসুম’ নামের এ সিনেমাটি কলকাতার নির্মাতা এম এন রাজ সিনেমাটি নির্মাণ করবেন। এর আগে যিনি কলকাতার জিৎকে নিয়ে রাবন সিনেমা নির্মাণ করেছিলেন। নির্মাতা নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
গত সপ্তাহে পরিচালক এমন এন রাজ ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসেছিলেন। দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করার পর অবশেষে তানজিন তিশাকে চুক্তিবদ্ধ করেন। তিনি কলকাতায় ফিরে গিয়েছেন বলেও জানা গেছে।
একটি সূত্রে জানা গেছে, সিনেমাটির গল্প রোমান্টিক ঘরানার। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা, তার চরিত্রের নাম হিয়া। আর শারমন যোশিকে দেখা যাবে অধ্যাপক চরিত্রে। বাংলাদেশ থেকে অভিনেতা খাইরুল বাশারকেও চুক্তিবদ্ধ করা হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।
নির্মাতা গণমাধ্যমকে জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ে সিনেমাটির প্রথম ধাপের শূটিং শুরু হবে। এক টানা ২৩ দিন চলবে এর দৃশ্য ধারণের কাজ। এরপর অক্টোবর মাসে শূটিং হবে মুর্শিদাবাদে। আগামী বছর ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির দেওয়া হবে। সিনেমাটির যৌথ প্রযোজনায় আছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।

প্যানেল

×