ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

রবিন রাফানের সাফল্য

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ২৬ জুলাই ২০২৫

রবিন রাফানের সাফল্য

.

বিশ্বব্যাপী কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে জনপ্রিয় এআই প্রশিক্ষক রবিন রাফানের সপ্তম এআই মাস্টারক্লাস ফর কনটেন্ট ক্রিয়েটরস সম্পন্ন হয়েছে। প্রায় ৫ ঘণ্টার লাইভ সেশনে ৪০০-এর  বেশি ক্রিয়েটরের অংশগ্রহণে এই ক্লাস এআইয়ের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এবারের সিজন ৭ মাস্টারক্লাসে ছিল একাধিক যুগান্তকারী মডিউল, যা আজকের এবং আগামী দিনের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একেবারে গেমচেঞ্জার। অংশগ্রহণকারীরা সরাসরি শিখেছেন, একটি  টেক্সট থেকে পুরো নিউজ চ্যানেলের শো কীভাবে বানানো যায়, টেক্সট থেকে গান  তৈরি করা, টেক্সট থেকে ছবি তৈরি করা, এমনকি টেক্সট থেকেই এআই এর মাধ্যমে রিয়েলিস্টিক এনিমেশন বা লাইভ-অ্যাকশন ভিডিও বানানোর কৌশল। এছাড়াও বিশ্বের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় গুগল জেমিনি ভিইও ৩, ফ্লো, হুইস্ক থেকে শুরু বর্তমানে উন্নত সব এআই কে রপ্ত করে বিশ্বব্যাপি জনপ্রিয়তা পাওয়া যাবে এমন কন্টেন্ট বানানোর যাবতীয় প্রশিক্ষণ দিয়েছেন রবিন রাফান। 
রবিন রাফান কেবল একজন কনটেন্ট ক্রিয়েটর নন, বরং বাংলাদেশের শীর্ষস্থানীয় এআই প্রশিক্ষক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ভবিষ্যতে তিনি আরও অনেককে এআই জগতের সঙ্গে যুক্ত করবেন বলে সকলের প্রত্যাশা।

প্যানেল

×