ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

নাটকের শুটিং দেশের কোথাও করতে দেওয়া উচিত না, সব শুটিং হোক আমেরিকার লাস ভেগাসে: শামীম হাসান সরকার

প্রকাশিত: ১১:১৮, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ১১:১৮, ২৬ জুলাই ২০২৫

নাটকের শুটিং দেশের কোথাও করতে দেওয়া উচিত না, সব শুটিং হোক আমেরিকার লাস ভেগাসে: শামীম হাসান সরকার

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়িতে বহুদিন ধরে জনপ্রিয় অভিনয়শিল্পীদের নাটক ও সিনেমার শুটিং হয়ে আসছিল। তবে হঠাৎ করেই সেই বাড়িতে শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা সেক্টর-৪ আবাসিক এলাকা কল্যাণ সমিতি।

২০ জুলাই সমিতির পক্ষ থেকে ইস্যুকৃত এক নোটিশে বলা হয়, শুটিং ঘিরে এলাকায় জনসমাগম বৃদ্ধি পাচ্ছে এবং রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এসব বিবেচনায় ওই বাড়ির মালিককে শুটিং বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেক অভিনয়শিল্পী। তারা মনে করছেন, বিনোদন শিল্পের প্রতি এটি এক ধরনের বৈরী মনোভাব। অভিনেতা শামীম হাসান সরকার তার ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলাদেশে নাটকের শুটিং দেশের মাটির কোথাও করতে দেওয়া উচিত না। সব শুটিং হোক আমেরিকার লাস ভেগাসে!”

তার এই মন্তব্যে স্যরক্যাজম থাকলেও ক্ষোভ ও হতাশার প্রকাশ স্পষ্ট। অনেকে মনে করছেন, এই ধরণের সিদ্ধান্ত শিল্পীদের কাজের পরিবেশ সংকুচিত করছে এবং নাট্যজগতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।

আসিফ

×