
.
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বেলী আফরোজ। বছরজুড়েই স্টেজ শোতে তিনি দেশে ও বিদেশে বেশ ব্যস্ত থাকেন। তবে শুধু স্টেজ শো নিয়েই যে তিনি ব্যস্ত থাকেন এমনটা নয়। নিজের মৌলিক গান প্রকাশেও তিনি সচেতন। সম্প্রতি বেলী আফরোজের কণ্ঠে ‘আমায় ঠকাইলে’ শিরোনামের নতুন একটি মৌলিক গান প্রকাশ হয়েছে। গানটি তার অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক চ্যানেলসহ দেশে এবং বিদেশে একাধিক মিউজিক প্লাটফর্মে শোনা যাচ্ছে। এর ভিডিওতে পাগলী চরিত্রে অভিনয়ের জন্যও দারুণ সাড়া পাচ্ছেন। বেলী আফরোজ বলেন, শ্রোতা দর্শকের কথা ভাবনায় রেখেই আমি চেষ্টা করি মৌলিক গান প্রকাশের। ‘আমায় ঠকাইলে’ গানের কথা আমার কাছে বেশি ভালো লেগেছে। সুরটাও আমার মন কেড়েছে। ভিডিওটি নির্মাণে যাবার আগে যখন গল্পটা শুনেছি, আমার কাছে মনে হয়েছে এই ধরনের একটি মিউজিক ভিডিওতে আমার সেরা পারফর্ম্যান্সটাই দিতে হবে। আমিতো আসলে গায়িকা, অভিনেত্রী নই। কিন্তু তারপরও এই গানের মিউজিক ভিডিওতে আমি পাগলী চরিত্রে মন দিয়ে অভিনয় করার চেষ্টা করছি। অনেক কষ্ট করতে হয়েছে, তারপরও আমি চেয়েছি সবমিলিয়ে যেন মিউজিক ভিডিওটা ভালো হয়, শ্রোতা দর্শকেরও যেন ভালোলাগে। গানটি প্রকাশের পর গানের জন্য যেমন সাড়া পাচ্ছি, বিশেষত পাগলী চরিত্রে অভিনয়ের জন্যও দারুণ সাড়া পাচ্ছি। এমন অনেকে মেয়েই জানিয়েছেন যে তাদের নিজের জীবনের সাথে এই মিউজিক ভিডিওর গল্পটা মিলেগেেেছ।
প্যানেল