
ছবিঃ সংগৃহীত
সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে মন্তব্য করেন, “জুলাইয়ের ৩৬ দিন: উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা” শিরোনামের আল জাজিরার আই ইউনিটের অনুসন্ধানটি মূলত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামির করা।
তিনি লেখেন, “ওইরকম আউটপুট দেওয়া বাংলাদেশি সাংবাদিক খুব কমই আছে। তারপরও কয়দিন পরপর শুনি, ‘জুলকারনাইন সায়ের কিসের অনুসন্ধানী সাংবাদিক?’ ইত্যাদি। কিন্তু দিন শেষে কাজই কথা বলে!”
নির্ঝর আরও বলেন, “এনিওয়ে, আল জাজিরার অনুসন্ধানটি ৪৯ মিনিট সময় নিয়ে দেখুন! বুঝতে পারবেন, শেখ হাসিনা কতটা ‘কোল্ড ব্লাড মার্ডারার’ ছিলেন! জানতে পারবেন, স্বজন হারানোর বেদনার গল্প শোনানো এক পিশাচের খানিকটা!”
তিনি আল জাজিরা ও জুলকারনাইন সায়ের সামিকে এই অনুসন্ধান প্রকাশের জন্য অভিনন্দন জানান এবং বলেন, “হাসিনাকে আরও একবার এক্সপোজ করার জন্য আল জাজিরা এবং সামি ভাইকে অভিনন্দন!”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/16Hsiv9hNR/
মারিয়া