
ছবি : জনকণ্ঠ
‘২ টাকার হোটেল—এখানে মাত্র ২ টাকা দিয়ে পেট ভরে খেতে পারবেন’—এমন একটি ব্যানার ঝুলানো রয়েছে রাজবাড়ী রেলস্টেশনের পাশে ফুলতলায়। সেখানে নিম্ন আয়ের ও অসহায় মানুষরা টেবিল-চেয়ারে বসে দাওয়াতি পরিবেশে গরম ভাত, ডাল এবং ইলিশ মাছের ঝোল দিয়ে তৃপ্তি করে খাচ্ছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টায় রাজবাড়ী শহরের ফুলতলায় এ ব্যতিক্রমী আয়োজন করেন কয়েকজন তরুণ।
সরেজমিনে দেখা যায়, ডেকোরেটরের টেবিল-চেয়ারে অতিথিরা বসে আছেন। তাদের সামনে ওয়ান-টাইম প্লেট ও গ্লাস। এক তরুণ স্বেচ্ছাসেবক যত্ন করে অতিথিদের পাতে গরম ভাত তুলে দিচ্ছেন। আরেকজন পরিবেশন করছেন আলু-বেগুন দিয়ে রান্না করা ইলিশ মাছের ঝোল। খাওয়ার শেষে দেওয়া হয় ঘন ডাল ও কোল্ড ড্রিংকস।
রেলস্টেশনের ছিন্নমূল, প্রতিবন্ধী, রিকশাচালক, ভিক্ষুক ও দিনমজুরসহ নানা শ্রেণির হতদরিদ্র মানুষ এ আয়োজনে অংশ নেন।
আয়োজকদের একজন মাহিন শিকদার বলেন, "আমরা কয়েকজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরেই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজ ‘২ টাকার হোটেল’ চালু করেছি। যদিও নাম ২ টাকার হোটেল, কিন্তু এখানে সবাই বিনামূল্যে খেতে পারবেন। সপ্তাহে দুই দিন এই আয়োজন চালিয়ে যাব।"
মনিরুল হক সাগর বলেন, "আজ আমরা ৫০ জন মানুষের জন্য ভাত, ইলিশ মাছ ও ডালের ব্যবস্থা করেছি। আমার মা নিজ হাতে এসব রান্না করেছেন।"
মো. রাব্বি শেখ বলেন, "আমরা নিজেদের জমানো টাকা দিয়েই এই আয়োজন করেছি।"
নাহিদুল ইসলাম রিমন জানান, "সমাজের দরিদ্র মানুষদের পক্ষে ইলিশ মাছ কিনে পেট ভরে ভাত খাওয়া সম্ভব নয়। তাই আমরা তাদের জন্য এই উদ্যোগ নিয়েছি।"
খাবার খেতে আসা ৬০ বছরের মানিক মোল্লা বলেন, "আজ ইলিশ মাছ দিয়ে পেট ভরে খেয়েছি। এ ছেলেগুলোর জন্য দোয়া করি—তারা যেন এমন আয়োজন চালিয়ে যেতে পারে।"
৬৫ বছরের করিমন বিবি বলেন, "আমি মানুষের সাহায্যে জীবন চালাই। অনেক দিন পর ইলিশ মাছ দিয়ে পেট ভরে খেয়ে খুব ভালো লাগছে। ছেলেরা যেন ভালো থাকে, আল্লাহর কাছে সেই দোয়া করি।"
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বলেন, "তরুণদের আজকের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সব স্তরের মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। আল্লাহ আমাদের সবাইকে মানুষের সেবা করার তৌফিক দিন।"
Mily