ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ড. সিব্বির আহমেদ

"আমরা নিঃসন্দেহে হাসিনার জাহেলি আমল থেকে ভালো আছি, নিরাপদ আছি"

প্রকাশিত: ১৫:২৫, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ১৫:২৬, ২৪ জুলাই ২০২৫

ছবিঃ সংগৃহীত

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল ফেলো এবং উন্নয়ন অর্থনীতিবিদ ড. সিব্বির আহমদ নিউইয়র্কভিত্তিক টাইম টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে “জুলাই বিপ্লবের এক বছর: আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” নিয়ে কথা বলেছেন। পরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সংক্ষেপে ওই আলোচনার মূল বক্তব্য শেয়ার করেন।

ড. সিব্বির বলেন, “আমরা নিঃসন্দেহে হাসিনার জাহেলি আমল থেকে এখন অনেক বেশি ভালো আছি, নিরাপদ আছি। কিন্তু যে স্বপ্ন, যে প্রত্যাশা নিয়ে এই পরিবর্তন এসেছিল—সেসবের অনেকটাই এখনও অপূর্ণ রয়ে গেছে।”

তিনি চারটি প্রধান বিষয়ে হতাশা প্রকাশ করেন—

১) আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া
২) বিচারের কাজের দৃশ্যমান অগ্রগতি না হওয়া
৩) প্রয়োজনীয় সংস্কার না হওয়া
৪) এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে- ডিআওয়ামীফিকেশনের মাধ্যমে রাজনীতি থেকে ফ্যাসিবাদী এলিমেন্টগুলো দূর করার প্রক্রিয়া শুরু না করা।

 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/sibbir.econ/videos/25024209217169826/?app=fbl

 
 

মারিয়া

×