ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

শাবিতে এনসিপি নেতাদের উষ্ণ অভ্যর্থনা

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ১৯:৫৭, ২৫ জুলাই ২০২৫

শাবিতে এনসিপি নেতাদের উষ্ণ অভ্যর্থনা

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের ছাত্ররা।  

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চলমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই। রাজনৈতিক গতিধারায় এনসিপির কোনো ভুল হলে ‘জুলাই যোদ্ধারা’ সমালোচনা করবেন, আর আমরা সেখান থেকে ভুল সংশোধনের চেষ্টা করব।’  

এনসিপির নেতৃবৃন্দ দেশজুড়ে পদযাত্রার অংশ হিসেবে ২৫তম দিনে সুনামগঞ্জ জেলায় পদযাত্রা শেষে সিলেটে ফেরার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ছাত্রদের অভ্যর্থনা পান। সেখানে পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

 

রিফাত

×