ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

প্রযুক্তির আগ্রাসনের চিত্রময় নাটক ‘কহে ফেসবুক’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ২৫ জুলাই ২০২৫

প্রযুক্তির আগ্রাসনের চিত্রময় নাটক ‘কহে ফেসবুক’

শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে বৃহস্পতিবার মঞ্চস্থ কহে ফেসবুক নাটকের দৃশ্য

তিন বন্ধু বসেছে আড্ডা দিতে। তবে কারও মুখে কোনো কথা নেই। পরস্পরের সঙ্গে হচ্ছে না ভাব বিনিময়। প্রত্যেকেই ব্যস্ত মুঠোফোন নিয়ে। কাছের মানুষকে ছাপিয়ে তাদের পুরো মনোযোগ ফেসবুক, টুইটারসহ নানা সোশ্যাল মিডিয়ায়। একই রকম দৃশ্যের দেখা মিলছে পরিবার কিংবা ঘরে ঘরে। আপনজনের সঙ্গে সম্পর্কের নৈকট্য ঘুচে গিয়ে ভাব জমছে দূরের মানুষের সঙ্গে।

অন্তর্জালের মোহময় জগতে হারিয়ে যাচ্ছে আবেগ-অনুভূতি। আর প্রযুক্তির এই আগ্রাসনের চিত্র মেলে ধরা নাটক ‘কহে ফেসবুক’। আরণ্যক নাট্যদলের ৬২তম প্রযোজনাটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে  মঞ্চস্থ হয় নাটকটি।   
দুনিয়াজুড়ে এখন প্রযুক্তির জয়-জয়কার। শয়ন কক্ষ, ড্রইং রুম থেকে কবরস্থানÑসব জায়গার দখল নিয়েছে ইন্টারনেট। ইন্টারনেট মানুষকে দিয়েছে ভিন্ন মাত্রার গতিবেগ, কেড়ে নিয়েছে আবেগ।  অন্তর্জালীয় এই  যোগাযোগ ব্যবস্থার অথৈ সমুদ্রে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। দৃশ্যমান জগতের অন্তরালে ফেসবুক তৈরি করেছে এক অদৃশ্য জগৎ, যা ভার্চুয়াল ওয়ার্ল্ড নামে পরিচিত। এর ব্যাপ্তি এবং ঘাত এতটাই তীব্র  যে পরিবার, সমাজ সর্বোপরি মানবিক জীবন থেকে আবেগ-অনুভূতি ও ভালোবাসা বিলুপ্ত করে মানুষকে পরিণত করেছে জৈবিক রোবটে।

ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ানির্ভর করপোরেট জগতের প্রতিটি মানুষ ও তাদের যাপিত জীবন তার চাক্ষুস উদাহরণ। অতি সহজে ও স্বল্প সময়ে সেখানে সবকিছু মিললেও একটি জিনিসের বড্ড অভাব, সেটি হলো ‘স্পর্শ’। তেমনই এক স্পর্শহীন জীবনের গল্প কহে ফেসবুক। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন অভিনয় করেছেন কামরুল হাসান, রুবলী চৌধুরী, আরিফ হোসেন,  জোবায়ের জাহিদ, সুরভী রায় প্রমুখ।

প্যানেল হু

×