
ছবি: প্রতীকী
সাইবার প্রতারণার নতুন কৌশল হিসেবে সামনে এসেছে সিম সোয়াপ জালিয়াতি। সাইবার অপরাধীরা ‘সিম ব্লক হয়ে যাবে’, ‘KYC আপডেট করতে হবে’—এমন অজুহাতে হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য, যা পরে ব্যবহার হচ্ছে বড় ধরনের আর্থিক জালিয়াতিতে।
বর্তমানে ব্যাংক, মোবাইল ব্যাংকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রায় সব অনলাইন পরিষেবা OTP (One-Time Password) নির্ভর। প্রতারকরা এই OTP ব্যবস্থার দুর্বলতাকেই টার্গেট করে ঘটাচ্ছে সিম সোয়াপ প্রতারণা। তারা প্রথমে ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং মোবাইল অপারেটরের কাছ থেকে ওই একই নম্বরে একটি নতুন সিম সংগ্রহ করে।
যখন সেই নতুন সিমটি সক্রিয় করা হয়, তখন আসল ব্যবহারকারীর সিম কাজ করা বন্ধ করে দেয়। এরপর ভুক্তভোগীর মোবাইলে আসা সব OTP চলে যায় প্রতারকের হাতে থাকা নতুন সিমে। ফলে সহজেই প্রবেশ করা যায় ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া বা অনলাইন ওয়ালেট অ্যাকাউন্টে।
বিশেষজ্ঞদের পরামর্শ:
- আপনার ব্যক্তিগত তথ্য (জাতীয় পরিচয়পত্র, OTP, পাসওয়ার্ড) কখনোই অপরিচিত বা সন্দেহভাজন কারো সঙ্গে শেয়ার করবেন না—even যদি সে নিজেকে সরকারি কর্মকর্তা বলে পরিচয় দেয়।
- সন্দেহজনক কল, এসএমএস বা ইমেল-এ দেওয়া কোনও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। এতে থাকতে পারে ম্যালওয়্যার যা আপনার তথ্য চুরি করতে পারে।
- কেউ যদি সিম বন্ধ হওয়া, KYC আপডেট বা পুরস্কার জেতার অজুহাতে ফোন করে, সতর্ক হোন—এটি প্রতারণা হতে পারে।
সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। নিজের তথ্য নিজেই রক্ষা করুন, তবেই রক্ষা পাবেন সাইবার অপরাধীদের ফাঁদ থেকে।
সূত্র: এবিপি আনন্দ।
রাকিব