ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

হঠাৎ এতো বিমান দুর্ঘটনা বাড়লো কেনো?

প্রকাশিত: ২১:৫২, ২৫ জুলাই ২০২৫

হঠাৎ এতো বিমান দুর্ঘটনা বাড়লো কেনো?

ছবি: সংগৃহীত

সময়, শ্রম ও খরচ—সব দিক থেকেই উড়োজাহাজে যাতায়াত অত্যন্ত সুবিধাজনক। নিরাপত্তা, গতি ও ঝক্কিবিহীন অভিজ্ঞতার জন্যই মানুষ আকাশপথে যাত্রাকে অগ্রাধিকার দেয়। কিন্তু সাম্প্রতিক একের পর এক দুর্ঘটনা ও ত্রুটির কারণে উড়োজাহাজ কি অনিরাপদ যানবাহনে পরিণত হচ্ছে? এমন প্রশ্নই এখন উঠছে।

বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটি 
উত্তরায় মালস্টন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান আশ্রয়ে পড়ার রেশ কাটতে না কাটতেই, গতকাল সকালে ঘটে যায় আরেকটি টাটকা ঘটনা। সকাল ৭টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইট ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই যান্ত্রিক ত্রুটির কারণে সকাল ৮টা ৫৮ মিনিটে আবার ফিরে এসে চট্টগ্রামে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। বর্তমানে এটি বিমানবন্দরের বে নম্বর ৮-এ অবস্থান করছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, "যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এসেছে, তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন। ত্রুটি সারানোর কাজ চলছে।"

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত
বিশ্বের আরেক প্রান্তে, চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ৫০ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধ্বংসাবশেষ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

তাহলে কি বিমানের যাতায়াত আর নিরাপদ নয়?
বিশেষজ্ঞদের মতে, বাস্তবে আকাশপথ এখনো সবচেয়ে নিরাপদ। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে প্রতি ১০ লাখ ফ্লাইটে দুর্ঘটনার হার মাত্র ১.৭১ শতাংশ। অর্থাৎ, অন্য যে কোনো যানবাহনের তুলনায় বিমানে ভ্রমণের ঝুঁকি অনেক কম।

কেন হয় দুর্ঘটনা?
বিমান দুর্ঘটনার পেছনে তিনটি প্রধান কারণ কাজ করে—

  • মানবিক ত্রুটি: প্রায় ৭০%

  • কারিগরি ত্রুটি: প্রায় ২০%

  • বৈরি আবহাওয়া: প্রায় ১০%

তবে উন্নত প্রযুক্তি আকাশপথকে রাখছে নিরাপদ
আধুনিক উড়োজাহাজে এখন যুক্ত হয়েছে বহু উন্নত প্রযুক্তি—

  • স্যাটেলাইট-ভিত্তিক নেভিগেশন

  • আবহাওয়া নজরদারির উন্নত যন্ত্র

  • কৃত্রিম বুদ্ধিমত্তা

  • আধুনিক ককপিট ও বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ

  • প্রাণী-নিরাপত্তা ব্যবস্থা

  • যাত্রীদের সুরক্ষায় উন্নত প্রযুক্তি

সব মিলে বলা যায়, উড়োজাহাজ এখনও বিশ্বের সবচেয়ে নিরাপদ যানবাহনের অন্যতম—যদিও কিছু ঘটনা প্রশ্ন তুলছে প্রস্তুতির যথাযথতা নিয়ে।

শেখ ফরিদ

আরো পড়ুন  

×