
ছবি: সংগৃহীত
আপনার স্মার্টফোনে থাকা জনপ্রিয় অনেক অ্যাপই আপনার ব্যক্তিগত তথ্য চুপিসারে হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যের ভোক্তা অধিকার সংস্থা ‘Which?’ এবং সাইবার সুরক্ষা প্রতিষ্ঠান ‘Hexiosec’ এর এক যৌথ গবেষণায় উঠে এসেছে এমনই ভয়াবহ তথ্য।
ফেসবুক-ইনস্টাগ্রামসহ অ্যাপগুলো ‘ডেটা হাংরি’
গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন শপিং, স্মার্ট হোম এবং ফিটনেস ক্যাটাগরির ২০টি জনপ্রিয় অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে ‘ঝুঁকিপূর্ণ’ অনুমতি চাইছে। এগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, অ্যামাজন, আলিএক্সপ্রেস, স্যামসাং স্মার্ট থিংস, রিং ডোরবেল ও স্ট্রাভার মতো অ্যাপ।
আপনি না জেনে দিয়েও দিয়েছেন ভয়ঙ্কর অনুমতি
এই অ্যাপগুলো ব্যবহারকারীদের কাছ থেকে লোকেশন, মাইক্রোফোন, ডিভাইসে থাকা ফাইলসহ স্পর্শকাতর তথ্য অ্যাক্সেস করার অনুমতি নেয়—অনেক সময় এমন কাজের জন্যও যেগুলোর জন্য এই তথ্য আদৌ দরকার নেই।
Which?–এর সম্পাদক হ্যারি রোজ বলেন, ‘অনেকে মনে করেন অ্যাপগুলো ফ্রি, কিন্তু বাস্তবে আমরা মূল্য দিচ্ছি আমাদের তথ্য দিয়ে—আর তা বিপুল পরিমাণে।’
কোন অ্যাপ কী তথ্য চায়?
-
Xiaomi Home অ্যাপ ৯১টি অনুমতি চায়, যার মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ।
-
Samsung Smart Things চায় ৮২টি অনুমতি, ৮টি ঝুঁকিপূর্ণ।
-
Facebook চায় ৬৯টি অনুমতি, ৬টি ঝুঁকিপূর্ণ।
-
WhatsApp চায় ৬৬টি অনুমতি, ৬টি ঝুঁকিপূর্ণ।
-
TikTok চায় ৪১টি অনুমতি, যার মধ্যে ৩টি ঝুঁকিপূর্ণ।
ডেটা যাচ্ছে চীনে
Xiaomi Home এবং AliExpress–এর মতো অ্যাপগুলো ব্যবহারকারীর তথ্য চীনে পাঠাচ্ছে, যেটি সংস্থাগুলোর প্রাইভেসি পলিসিতেই উল্লেখ আছে। AliExpress–এর মতো অ্যাপগুলো মাইক্রোফোন ও ফাইল অ্যাক্সেস করতে চায়, আবার মাসে ৩০টির মতো ইমেইল বোমার মতো পাঠায়।
কীভাবে ক্ষতি হচ্ছে?
এই অ্যাপগুলো আপনার অবস্থান, কথা বলা, কোন অ্যাপ ব্যবহার করছেন—সব ধরনের তথ্য একত্র করছে। এরপর এই তথ্যগুলো ব্যবহৃত হচ্ছে নিখুঁত টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে কিংবা ভবিষ্যতে আরও বড় ডেটা হ্যাক বা নজরদারিতে।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়া
Meta (Facebook, WhatsApp, Instagram): বলেছে, ব্যবহারকারী অনুমতি না দিলে তারা মাইক্রোফোন চালায় না।
Samsung: বলেছে, সব অ্যাপ ইউকে’র ডেটা আইন মেনেই কাজ করে।
TikTok: বলেছে, প্রাইভেসি ও নিরাপত্তা প্রতিটি পণ্যে অন্তর্ভুক্ত থাকে।
AliExpress: দাবি করেছে, ইউকে-তে মাইক্রোফোন বা লোকেশন ডেটা ব্যবহার করা হয় না।
কী করণীয়?
বিশেষজ্ঞরা বলছেন—
-
অ্যাপ ইনস্টল দেয়ার সময় অনুমতিগুলো ভালোভাবে পড়ে নিন।
-
অপ্রয়োজনীয় অনুমতিতে ‘না’ বলুন।
-
অ্যাপ সেটিংসে গিয়ে যে কোনো সময় অনুমতি পরিবর্তন করুন।
হ্যারি রোজ বলেন, “অনেকেই সময় বাঁচাতে না পড়েই সবকিছুতে ‘সম্মতি’ দিতে দেন, যা বিপজ্জনক। আমাদের সজাগ থাকা উচিত আমরা কী শেয়ার করছি।”
সূত্র: ডেইলি মেইল।
রাকিব