ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

নেছারাবাদে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আজিজুল ইসলাম, নেছারাবাদ, পিরোজপুর

প্রকাশিত: ১৯:২০, ২৬ জুলাই ২০২৫

নেছারাবাদে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ছবি: জনকণ্ঠ

পিরোজপুরের নেছারাবাদে নিজের বিরুদ্ধে ওঠা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার। শনিবার দুপুরে উপজেলার জগন্নাথকাঠি বাজারে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকসহ কয়েকটি অনলাইন পোর্টালে “অসহায় পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদের হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে নাসির উদ্দিন তালুকদার সংবাদ সম্মেলনে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।"

তিনি বলেন, “আমি সবসময় পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি এবং গরিব-দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করি। গত বৃহস্পতিবার মাহমুদকাঠি গ্রামের একটি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে থানায় একটি সালিশ বৈঠকে অংশগ্রহণ করি। সেখানে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়, তবে কোনো রায় বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। অথচ সংবাদে আমাকে জড়িয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “আমাদের দলেরই একটি মহল আমার রাজনৈতিক অবস্থান নিয়ে ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, সাংবাদিকরা প্রতিবেদন তৈরির আগে আমার বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেননি।”

সেই সালিশে উপস্থিত থাকা মো. সিদ্দিক হাওলাদার বলেন, “সালিশে উভয় পক্ষের বক্তব্য শুনে সাধারণ আলোচনা হয়েছে। সেখানে নাসির তালুকদার নিরপেক্ষ ছিলেন এবং কোনো পক্ষ অবলম্বন করেননি।”

এ বিষয়ে নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো. নাঈম হোসেন বলেন, “নাসিমা বেগমসহ তার বোনেরা মাহমুদকাঠিতে ওয়ারিশসূত্রে জমি পেতে পারেন। এই মর্মে থানায় অনুষ্ঠিত একটি সালিশে বিএনপি নেতা মো. নাসির উদ্দিন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে কোনো হুমকি-ধামকি বা কাউকে উচ্ছেদের বিষয় ঘটেনি।”
তিনি আরও বলেন, “নাসিমা বেগমদের স্থায়ী বাড়ি আরামকাঠিতে। তারা মাহমুদকাঠিতে ওয়ারিশসূত্রে জমি পাওয়ার দাবি করে সেখানে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। সুতরাং তাদের উচ্ছেদের প্রশ্নই আসে না। ‘অসহায় পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদের হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ’—এই সংবাদটি সত্য নয়।”

শিহাব

×