ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

অমীমাংসিত ইতিহাস পুনরুদ্ধারে কৃত্রিম বুদ্ধিমত্তা: ইতিহাসবিদদের সাথে যৌথ সাফল্য

প্রকাশিত: ১০:২৪, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ১০:২৫, ২৬ জুলাই ২০২৫

অমীমাংসিত ইতিহাস পুনরুদ্ধারে কৃত্রিম বুদ্ধিমত্তা: ইতিহাসবিদদের সাথে যৌথ সাফল্য

ছবি: সংগৃহীত

‘যারা অতীত ভুলে যায়, ভবিষ্যতে তাদের একই ভুল বারবার করতে হয়’বহু পুরনো এই প্রবাদ আবারও নতুন গুরুত্ব পাচ্ছে। কারণ আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ইতিহাস বিশ্লেষণে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এমনকি যেসব প্রশ্ন এতোদিনের গবেষণায় উত্তরহীন ছিল, সেসব রহস্যও এখন সম্ভবত উন্মোচন হচ্ছে।

সম্প্রতি একটি গবেষণায় প্রমাণ মিলেছে যে, এআই প্রযুক্তির মাধ্যমে প্রাচীন রোমান শিলালিপির অপূর্ণ অংশ পূরণ করা সম্ভব। শুধু তাই নয়, এই প্রযুক্তি ব্যবহার করে নির্ধারণ করা যাচ্ছে কোন সময়কালে একটি শিলালিপি তৈরি হয়েছিল।

রোমান সাম্রাজ্যের সময়কার পাথরে খোদাই করা লিপিগুলো ইতিহাসবিদদের কাছে অতীব মূল্যবান। তবে সময়ের ধারায় অনেক শিলালিপিই খণ্ডিত, অনেক অংশ ধ্বংস হয়ে গেছে। ফলে গবেষকদের মূল লেখার অর্থ বোঝার জন্য ‘প্যারালাল টেক্সট’ বা সমসাময়িক অনুরূপ লেখার উপর নির্ভর করতে হয়যা সময়সাপেক্ষ এবং জটিল।

সমাধানে এলো ‘আয়েনিয়াস’

এই জটিলতা দূর করতে ইউনিভার্সিটি অব নটিংহ্যাম ও গুগলের এআই বিভাগ ডিপমাইন্ডের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে ‘Aeneas’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, যার নাম নেওয়া হয়েছে গ্রিক-রোমান পুরাণের এক চরিত্র থেকে। এআইটি ১ লাখ ৭৬ হাজার রোমান শিলালিপির ছবি ও তথ্য বিশ্লেষণ করে শিখেছে কীভাবে অসম্পূর্ণ লেখার ফাঁক পূরণ করে তা পূর্ণাঙ্গ করতে হয়।

এআই’র হাতে রোমান ইতিহাস বিশ্লেষণ

তুরস্কের আঙ্কারায় অবস্থিত ‘অগাস্টাস মন্দিরে’ একটি বিখ্যাত শিলালিপি ‘Res Gestae Divi Augusti’ নিয়ে পরীক্ষা চালানো হয়। ধারণা করা হয়, এটি প্রথম রোমান সম্রাট অগাস্টাস নিজেই লিখেছেন। তবে এটি কোন সময় লেখা হয়েছিল, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত রয়েছে। আয়েনিয়াস এই লেখাটির সম্ভাব্য সময়কাল নির্ধারণ করে দেয়: ১০ খ্রিষ্টাব্দ থেকে ২০ খ্রিষ্টাব্দের মধ্যে, অথবা ১০ খ্রিষ্টপূর্ব থেকে ১ খ্রিষ্টপূর্ব। গবেষকরা বলছেন, এটি ইতিহাসবিদদের অনুমানের সঙ্গেই মিলে গেছে।

ইতিহাসবিদদের সাথে এআই’র যৌথ সাফল্য

এই এআই টুল কেবল এককভাবে কাজ করে নাগবেষকরা ২৩ জন ইতিহাসবিদের সঙ্গে এআই ব্যবহার করে দেখেছেন, মানুষের পাশাপাশি এআই ব্যবহার করলে বিশ্লেষণ আরও দ্রুত এবং নির্ভুল হয়। অনেক ক্ষেত্রে এমন সংযোগ বা তথ্য মিলেছে, যা গবেষকরা পূর্বে চিন্তাও করেননি।

ভবিষ্যতের ইতিহাস চর্চা

গবেষকরা বলছেন, এই প্রযুক্তির ভুল তথ্য দেওয়ার ঝুঁকি থাকলেও, সঠিকভাবে ব্যবহার করলে ইতিহাস গবেষণার গতি ও গভীরতা দুটোই বাড়বে। তবে সতর্কতা প্রয়োজন, কারণ অতীত বিকৃত হলে ভবিষ্যতের সিদ্ধান্তও ভুল হতে পারে।

প্রযুক্তির এমন ব্যবহার ভবিষ্যতে প্রাচীন সভ্যতা, ধর্মগ্রন্থ, এমনকি পোড়া স্ক্রল থেকেও নতুন ইতিহাস উদ্ধার করতে সাহায্য করবে বলে আশা করছেন গবেষকরা।

 

সূত্র: বিজিআর।

রাকিব

×